আমাদের কথা খুঁজে নিন

   

রাবেয়া শিশুটির ভরণপোষণের দায়িত্ব নিল রাষ্ট্র্র



বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদটি এসেছে। রাষ্ট্র এই প্রথম কোন শিশুর দায়িত্ব নিল। অবশেষে শিশুটির ভরণপোষণের দায়িত্ব নিল রাষ্ট্র্র Click This Link বিয়ের প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক তরুণীকে ধর্ষণ করে রাজিবুল শেখ। এতে জন্ম নেওয়া শিশুটির দায়দায়িত্ব নিতে চাননি রাজিবুল। এ ঘটনায় মামলা হলে ধর্ষণের দায়ে রাজিবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

একইসঙ্গে শিশুটির বয়স ২১ বছর বা তার বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আদেশ দেন আদালত। রায় ঘোষণার প্রায় তিন বছর পর শিশুটির মা সন্তানকে লালন পালনের জন্য রাষ্ট্রের কাছ থেকে ভরণপোষণ পেতে শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন গত দুই বছর এবং চলতি বছরের জন্য মোট ২৭ হাজার টাকার একটি চেক শিশুটির মায়ের হাতে তুলে দেন। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, ‘এ ধরনের ঘটনায় সরকারের পক্ষ থেকে ভরণপোষণ দেওয়ার নজির বাংলাদেশে প্রথম। এত দিন আইনে ছিল।

কিন্তু বিধি না থাকায় বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিধি তৈরির পর এখন আমরা তার মায়ের হাতে তাকে লালন-পালনের জন্য টাকা তুলে দিতে পেরেছি। ’ গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৩ সেপ্টেম্বর রাতে কাশিয়ানীর ততুলিয়া গ্রামের রাজিবুল বিয়ের প্রলোভন দেখিয়ে রাবেয়ার মাকে ধর্ষণ করে। তিনি গর্ভবতী হয়ে পড়েন। তাঁকে গর্ভপাত ঘটানোর জন্য রাজিবুলের পক্ষে প্রভাবশালীরা চাপ দেয়।

এ ঘটনায় তিনি মামলা করেন। ২০০৭ সালে ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল মামলার রায় ঘোষণা করেন। রায়ে ধর্ষক রাজিবুল শেখকে যাবজ্জীবন কারদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে বয়স ২১ বছর বা বিয়ে না হওয়া পর্যন্ত রাবেয়ার ভরণপোষণ রাষ্ট্র বহন করবে বলে রায়ে উল্লেখ করা হয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত।

চেক পাওয়ার পর শিশুটির মা বলেন, ‘এখন মনে হচ্ছে পায়ের নিচে মাটি আছে। ওই দুর্ঘটনার পর সবাই বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে বলেছিল। কিন্তু আমি তো মা। ’ তিনি বলেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য রাজিবুল শেখ ও তার পরিবার আমাকে হুমকি দিয়েছে। দোষী রাজিবুল উচ্চ আদালতের মাধ্যমে জেল থেকে বের হয়ে আমাকে দেখিয়ে দেবে বলে এখন হুমকি দিচ্ছে।

’ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ আসনে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, পুলিশ সুপার কুদ্দুস আমিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। http://www.samakal.com.bd/details.php?news=17.. kalerkantho.site5.com/~dailykal/?view...no arts.bdnews24.com/index.php?paged=3&s=১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।