আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কিছু জানতে না রূপজীবার গোপনগোলাপ

ডুবোজ্বর

২৪০৭১০ তুমি কেবল একটি ফুল ছাতের টবে হাপুস বর্ষায় আমি তোমার মুখে সাবলিল ঠেসে ধরি জান্তব নগর তোমার পাঁচটি পাপড়ি এলোমেলো করি ওই যে ভিনদেশী পতাকা উড়ে কালো কালো ওই যে ইজিপশিয়ান পারফিউম গোপন বাকশে রূপজীবার লাশ পড়ে থাকে শীতল মর্গে মার্গীয় সঙ্গীত বেজে উঠে পশ্চিমের চাতালে আমি কেটে ফেলি তোমার আজানুলম্বিত চুলের নল আহা নলবন আহা কাশকাশ ঢেউ রূপজীবার পায়ের আঁচিলে অচেনা বন্দর সংবিধিবদ্ধ অদ্য মৃত শরীরে দুইফালি আঁচড় আমাকে চেনে না আমি কমলাকান্তের মধুকর মদ্য চিনে ভাসাই খোল তরবারি কাটে প্রাচীন নক্ষত্রের পঞ্চঝিলিক তুমি কেবলই পাঁচপাপড়ির কোমল মৃত্তিকাসুধা তুমি মৃত্যু নও মৃত্যু মৃত্যু ভান করে ছড়াও ত্রাস ওই ভিনদেশী শকুনের জিবে ঝিনুকের ফাঁদ তার গ্রীবার নিষ্পালক মন্দ্রে গূঢ় শব্দের কাঁপন এই শব্দাবলি ইথারের ভাষা তুমি জানো আবেষ্টনে কিছু ক্ষয় হবে না রাত্রিঘাত বেজে যাবে অনামী ওঙ্কার তুমি কিছু জানতে না রূপজীবার গোপনগোলাপ -------------------------------------------------------- সন্ধ্যা ৬:২৮


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.