আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যালয়বিশ্ব ,পাঠের আর্দ্র অন্তর



তোমার জন্য রেখে যাবো পাঠের ডোরাকাটা পৃথিবী। জ্যেষ্ঠ জিরাফের চোখ। আর আকাশের মুগ্ধ চাহনী। যেভাবে তাকিয়ে থাকে এই নদী, জলবাহুর শ্রেষ্ঠ সীমানায়। আর ডাকে - আয় মেঘ , আয় রাতের ঝিঁ ঝিঁ এই যে জমিনের টিলাতন্ত্র ,উঁচু-নীচু ভোরের প্রতিভা, তার সবটাই দেবো তোমাকে। কীভাবে বিশ্বে ভাতের বৈষম্য বাড়ে কিংবা বাড়া থালায় কেউ দেয় ছাই - সব কৌশল জানিয়ে লিখে যাবো চিঠি ,অক্ষরের অমৃত যাদু ঘোরে ও ঘূর্ণিতে যেভাবে ডুবে থাকে শরতের আর্দ্র অন্তর ,ঠিক সেই ঋজু সময় ধারণ করে রাঙাবো ছেঁড়াঘুম। তন্দ্রার তৃতীয় পালক। উষ্ণতার সন্ধে ছুঁয়ে অতঃপর, হ্রস্ব পাথর দিয়ে সাজাবো প্রণয় - প্রণীত বিদ্যালয়বিশ্ব দুজনেই নেবো পাঠ । আপেল ও আদিবাসের ঝুলে থাকার পদ্ধতি। আয়নায় চৌরাস্তার মুখ দেখে যে শহর একদা আমাদের বৈশ্য হতে চেয়েছিল, আমরা সেই শহরের কাছেই চাইবো বসবাসের শেষ অনুমতি ছবি - ইনা প্যাংকরাটোভা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.