আমাদের কথা খুঁজে নিন

   

মুভির ইতিহাসে সম্ভবত: ইতিহাস করতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের নতুন মুভি Inception

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
গত ফেব্রুয়ারীতে এই সামারে যে দশটি মুভি দেখতে ভুলবেন না নামে একটি পোষ্ট দিয়েছিলাম..তালিকার আয়রন ম্যান-২ ছাড়া সে অর্থে আর কোন মুভি হিট করেনি...দ্যা লাস্ট এয়ারবেন্ডারের মত এপিক মুভির বেড়াছেড়া অবস্হা....কিন্তু আশা ছিল ইনসেপশন নিয়ে....এবং আশা ইতিমধ্যেই পূরণ করে ফেলেছে বোধ করি এই মুভি... তথ্য-১: মুভিটি মুক্তি পেয়েছে মাত্র ৮ দিন হলো। তথ্য-২: মুভিটির পরিচালকের আগের কিছু পরিচালিত মুভি--> মেমেন্টো , ইনসমনিয়া , ব্যাটমান বিগিনস , দ্যা প্রেস্টিজ, দ্যা ডার্ক নাইট তথ্য-৩: মুভিটির মূল ভূমিকায় আছে লিওনার্ডো ডিক্যাপ্রিও তথ্য-৪: ৮ দিনে মুভিটির রেটিং ৯.৩, মোট ভোট ৫৮,৩৬১ এবং সর্বকালের সেরা তালিকায় অবস্হান ৩!! কব্ব (লিওনার্ডো) থাকে এক বিশেষ ধরণের চোর....যে মানুষের অবচেতন মনকে ম্যানিপুলেট করে তথ্য চুরি করতে পারে....তার উপর বিশেষ এক দায়িত্ব পড়ে একজনের মনে তথ্য ঢুকিয়ে দেবার...এই নিয়েই এই আ্যকশন-সাই-ফাই...প্রচুর দূর্দান্ত স্পেশাল এফেক্ট আছে মুভিটিতে..মুভির পোষ্টার পাওয়া যাবে আমার ফেসবুক আ্যলবামে ... মুভি বোদ্ধারা বলতে শুরু করেছেন ভবিৎষতের মুভির শুরু এখানটায়!! ক্যাম প্রিন্ট আছে অনলাইনে...কিন্ত এই মুভি হলে অথবা ব্লু-রে (নিদেন পক্ষে ডিভিডি রিপ) ছাড়া দেখে পোষাবে না লক্ষণ দেখে মনে হচ্ছে আইএমডিবির ১/২ জায়গাও দখল করতে পারে এই মুভি!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.