আমাদের কথা খুঁজে নিন

   

রূপবদলের যাত্রা মঞ্চে



স্কুলে পড়ার সময় এক কৌতুকে শুনেছিলাম - রাজাকে ক্ষমতাচ্যুত করার নীতিই হল রাজনীতি। জানিনা বা জানার চেষ্টাও করিনা কৌতুকের এ সংলাপ সত্য কি মিথ্যা। তবে এটুকু জানি- রাজনীতির যাতাকলে পড়ে রাজারা খোলস বদলায়, কিংবা পুরান বোতলে নতুন মদই বলা চলে। কিন্তু রূপবদলের যাত্রা মঞ্চে জনগন এ যাতাকলে পৃষ্ট হয়ে প্রান ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়ে উঠে। অথচ রাজাদের খোলস বদলকারী জনগন এ যাত্রা মঞ্চের নায়ক না হয়ে নেপথ্যের ম্যাকআপ ম্যানই হয়েই থাকে।

বাস্তবে যে কোন যাত্রার অভিনেতাদের তুলনায় ম্যাকআপম্যান এর সংখ্যা খুবই কম। তেমনি রূপবদলের যাত্রা মঞ্চে ম্যাকআপম্যানরূপী জনগনের সংখ্যা অনেক অনেক বেশী । তাহলে চিন্তা কিসের? এখনই বর্জন করুন রূপবদলের যাত্রা মঞ্চের সকল অভিনেতা রাজা, মন্ত্রী, উজির, নাজির, ভিলেন কিংবা এদের নিয়ে লিখা, বলা সকল সংবাদ, সংলাপ সহ সকল পারিপাশ্বকতাকে। সাজিয়ে তুলুন নিজের সুন্দর স্বপ্নকে। যে স্বপ্নের হাত ধরে শুধু এগিয়েই যাওয়া যাবে।

মানুষইতো বাঁচার আশায় স্বপ্ন দেখে , ঠেকে ঠুকে তবেই শেখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.