আমাদের কথা খুঁজে নিন

   

Deep Forest



যারা নিয়মিত নিউএইজ, ওয়ার্ল্ড মিউজিক, চিলআউট বা ambient ঘরানার মিউজিক শুনেন, তাদের কাছে Deep Forest নামটা অপরিচিত হওয়ার কথা না। ফ্রান্সের মাইকেল স্যানচেজ আর এরিক মক্যুয়েট এর Deep Forest প্রজেক্টের প্রথম অ্যালবাম Deep Forest রিলিজ পায় ১৯৯২ সালে এবং সে বছরই তা গ্র্যামির জন্য মনোনীত হয়। এ অ্যালবামের Sweet Lullaby (যার মূল অংশটি নেয়া হয় সলোমন দ্বীপপুঞ্জের অধিবাসীদের ট্র্যাডিশনাল সং থেকে) ট্র্যাকটি অসম্ভব জ়নপ্রিয়তা পায় এবং পরবর্তীতে অনেক মিক্সড অ্যালবামে স্থান পায়। নেক্সট অ্যালবাম Boheme রিলিজ পায় ১৯৯৫ সালে। এই অ্যালবামে বৈচিত্র্য আনার জন্য বনের অভ্যন্তরীন বিভিন্ন সাউন্ডের মিশেলে যোগ করা হয় পূর্ব ইউরোপীয় আমেজ ও Hungarian and Gypsy chants (যারা Gregorian chant শুনেছেন তাদের আশা করি এসম্পর্কে ধারণা আছে) । এখন পর্যন্ত ডীপ ফরেস্ট এর ভক্তদের কাছে এ দুটি অ্যালবামই বেশি জনপ্রিয়। আজও এই বাংলাদেশেরই কত নাটকে যে ডীপ ফরেস্ট এর বিভিন্ন কম্পোজিশন জুড়ে দেয়া হয় তা যারা এসব শুনেন কেবল তারাই বলতে পারবেন। চিলআউট বিটের সাথে বিভিন্ন ইন্সট্রুমেন্টের ব্যবহার আর ফরেস্টের নানা শব্দ তথা বিভিন্ন গোত্রের মানুষের অনুকরণে বিচিত্র মুখধ্বনি ডীপ ফরেস্টকে দিয়েছে এক অভিনব মাত্রা। ডীপ ফরেস্টের কিছু কিছু ট্র্যাক যেমন Night Bird, Sweet Lullaby ইত্যাদি বিভিন্ন মুভিতে সাউন্ডট্র্যাক হিসেবেও ব্যবহৃত হয়েছে। নিচে এপর্যন্ত ডীপ ফরেস্টের সবগুলো অ্যালবামের* নাম ও রিলিজের বছর উল্লেখ করা হল- • 1992 – Deep Forest • 1994 – World Mix (re-release of 1992 album) • 1995 – Boheme • 1998 – Comparsa • 1999 – Made in Japan (live album) • 2000 – Pacifique (soundtrack album) • 2002 – Music Detected • 2003 – Essence of Deep Forest (best of, released only in Japan) • 2004 – Essence of the Forest (best of, three different editions) • 2004 – Kusa no Ran (soundtrack album, released only in Japan) • 2008 – Deep Brasil *উইকিপিডিয়া ও Deep Forest অফিশিয়াল ওয়েবসাইট ডীপ ফরেস্টের সব অ্যালবামের টরেন্ট ডাউনলোড লিঙ্ক: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।