আমাদের কথা খুঁজে নিন

   

পরন্ত দুপুরে খুব একাকি অনুভব করছি। আছেন কি কেহ আড্ডা দেবার মত?

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

বিভিন্ন দেশে এখন বিভিন্ন লগ্ন। আমার এখানে এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। হালকা কাজ থাকায় সকাল ১০ টার দিকে ঘুম থেকে উঠে যেতে হয়, কাজ সেরে হালকা একটা বিস্কিট খেয়ে নেটে গুতোগুতি শুরু করি, কিন্তু মজা না লাগাতে আবার ঘুমোই। কিন্ত ডিজিটাল ফুনে ঘুম ভেংগে দেয়, তার পর দারওয়ান কে দিয়ে কুশোরি এনে খেলাম।

এখন কি করবো ভেবে পাচ্ছি না। ঘুমোও আসছে না, পাকিদের টেষ্টও ভাল লাগছে না। কি যে করি? আপনাদের কত বললাম আমাকে নেটের একটা কাজ দেন, কিন্তু কেহ দিতে পারলেন না। এখন আমি কি করি? এখন আমার একাকিত্বের সংগী হবে কে? যদি আড্ডা দেবার মত কারো সময় থাকে, তবে আজকে টপিক- অনলাইন জব। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।