আমাদের কথা খুঁজে নিন

   

তালাকপ্রাপ্ত নারীদের জন্য বেতার কেন্দ্রঃ একটি অনুপ্রেরনা দায়ক পোষ্ট

কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ

বেশ ক’বছর ধরে মিসরে তালাকপ্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি এ সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। এককথায় মিসরে ‘তালাক’ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। তালাকপ্রাপ্ত পুরুষরা স্বাভাবিক থাকলেও নানা ধরনের বঞ্চনা, অবজ্ঞা আর নিগ্রহের শিকার হচ্ছেন মেয়েরা। অনেকে ছিটকে পড়ছেন সমাজের মূলস্রোত থেকে।

এখানে তালাকপ্রাপ্ত মেয়েদের বলা হয় শয়তান, খারাপ ইত্যাদি। তারা মানবেতর জীবনযাপন করছেন। এমনই একজন নারী মহসেন সাবের। বয়স ৩০ বছর। বেশ ক’বছর আগেই তিনি তালাক নিয়েছেন।

তাই বলে ভেঙে পড়েননি। শুরু করেছেন নতুন জীবন নব উদ্যমে। প্রতিষ্ঠা করেছেন একটি রেডিও স্টেশন। এর নাম রেডিও মোতালাকাত বা তালাকপ্রাপ্তদের বেতার। ইন্টারনেট ভিত্তিক এ বেতার কেন্দ্র থেকে তালাকপ্রাপ্তদের সচেতন ও সাহসী করার জন্য নানা ধরনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

দেয়া হয় নানা পরামর্শ। এছাড়া মেয়েদের অধিকারের বিষয়েও সচেতন করে তোলা হচ্ছে এ বেতার কেন্দ্র থেকে। মিসর ছাড়াও মরক্কো, লেবানন ও উত্তর আমেরিকার হাজার হাজার স্রোতা এ রেডিও শুনে থাকেন। সাবের বলেন, মিসরে তালাকপ্রাপ্ত নারীদের খারাপ, শয়তান বলা হয়। কিন্তু যে পুরুষ তাকে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করলেন তিনি কিন্তু সমাজের চোখে খারাপ নন! মিসর ও আরব দেশের নারী-পুরুষ এবং সমাজে সেতুবন্ধ তৈরি করতেই তিনি এ বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন বলে জানান।

তিনি বলেন, বেশ ক’বছর আগে তিনি তালাক নেন। অবসান ঘটান অসুখী সংসারের। তিনি বলেন, তার মা তাকে তালাক নিতে নিষেধ করে বলতেন, তোমার একটা বাচ্চা আছে। তুমি এ সিদ্ধান্ত (তালাক) নিও না। অবশেষে তার মা বলেন, জীবন তোমার।

তোমার অধিকার নিয়ে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। যা করবা ভেবেচিন্তে কর। সাবের অন্য নারীদের উদ্দেশে বলেন, আপনার জীবন যদি অন্য কাউকে নিয়ন্ত্রণ করতে দেন, তাহলে সেটা হবে বিড়ালের জীবন। একজন মানুষ হিসেবে অবশ্যই আপনি তা করতে পারেন না। কেননা, আপনার রয়েছে অধিকার।

আপনি অবশ্যই অধিকার আদায় করে নেবেন। প্রয়োজনে আদালতে যাবেন। বর্তমানে মিসরে পারিবারিক আইন চালু আছে। ইসলামী নীতি অনুসরণ করে ১০ বছর আগে এ আইন প্রবর্তন করা হয়। এ আইনের নাম ‘কুলা’।

এ আইনের বলে একজন নারী আদালতে তার স্বামীর অনুপস্থিতিতে তাকে তালাক দিতে পারেন। বর্তমানে আড়াই লাখ নারী তাদের অধিকার আদায়ে আদালতে লড়ে যাচ্ছেন। দেশটির বেশ ক’টি টেলিভিশন চ্যানেল ইসলামী নিয়মানুসারে নারী-পুরুষের অধিকার ও সম্পর্কের বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। তবে কট্টরপন্থীরা কুলা আইনের বিরোধিতা করে আসছেন। মিসরে প্রতি ৬ মিনিটে একটি তালাকের ঘটনা ঘটছে।

আরব দেশগুলোর মধ্যে এদেশেই বিয়ে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। এখানে তালাকপ্রাপ্ত নারীদের পরামর্শ দিতে গড়ে উঠেছে বেশ ক’টি ক্লাব। আছে সাময়িক পত্রপত্রিকাও। আর এর সঙ্গে সর্বশেষ যোগ হলো রেডিও মাতালাকাত।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।