আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমময়ী নন্দিনী"

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

আজ কতদিন পর তোমাকে দেখলাম- ক্ষনিকের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম, মনের অজান্তে দুফোটা জল গড়িয়ে গেলো- আমি কাঁদলাম-সে এক অন্যরকম কান্না, আমাকে ভাষিয়ে নিলো সুদুর অতিতে। সেই তুমি আছো-আমি আছি,দুরে তবু- হৃদয়ের পাশাপাশি একান্তে-সন্তর্পনে। তোমার ঐ মায়াবি নিটল দুটি চোখ,এখনো আমাকে আকর্ষন করে,আমি জ্ঞ্যানশুন্য হয়ে এখনো নিজেকে হারায়,তোমার কাজল কালো চুলে- তোমার গন্ডদেশের বাম পাশের বাদামি তিলে। খুব বেশী পরিবর্তন হয়নি তোমার কথায়- চলনে বলনে,আন্তরিকতায় পুর্ন স্নেহের স্পর্শে, আমি এখনো পুলোকিত হই-শীহরিত হই তোমার প্রেমে। পরিশীলিত ভাষাবোধ,আমাকে এখনো নাড়া দেয়- আত্মার আহ্‌বানে আমি অপেক্ষার প্রহর গনি, তোমার পরম প্রেমের সংস্পর্শ পাব বলে।

জানি এ এক অলিক কল্পনামাত্র,যা হবার নয়- সময় আজ গড়ে দিয়েছে কঠিন শীলার দুর্ভেদ্য প্রাচীর, অনেক কাছে আমরা তবু দুরত্ব হাজার ক্রোশ- দেখা হবে কথা হবে তবু ছোঁওয়া যাবেনা,যেনো অচ্ছুত কোনো মড়া,জাত যাবে স্পর্শে আমার। সমাজের বেঁধে দেওয়া- এ এক লক্ষন রেখা,যাবেনা ডিঙ্গানো-থাকতে নিশ্বাস। প্রিয়তমা,কি আছে লেখা তোমার ঐ ললাট মাঝে, যা তুমি সর্বদা রেখেছো লাল সিঁদুরে ঢেকে? আমার দু-চোখে বড় যন্ত্রনা,চাইতে পারিনা- ভাগ্যরেখা আঁকা তোমার সিঁথির দিকে-ও যে আমার বুকের রক্তে রাঙ্গানো,নিয়ত যা ঝরছে হৃদয় থেকে। এ জ্বালা আমি নিরন্তর বয়ে চলি,সকাল সন্ধ্যা সাঁঝে। প্রেমময়ী নন্দিনী,তোমারও কি এমন হয়,পড়ে কি মনে- অগনিত প্রহর, জেগে থাকা বিনিদ্র সেই চাঁদমাখা কত রাত, হাতে হাত রেখে চলা-স্বপ্নের পশরা সাজানো মনের কথা বলা? নাকি ভুলেছো সকলি,অধরা স্বপনকে হাতের নাগালে পেয়ে- জানি ভুলতে পারনি,এখনো মনে রেখেছো নিশ্চয়।

ঝরে গেছে ফুল- শুকিয়ে গেছে-নিজ হাতে তুমি গেঁথেছিলে যে প্রেমের পুন্য মালা। void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.