আমাদের কথা খুঁজে নিন

   

ভারচুয়াল জগতে বিখ্যাত হতে চাইলে

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন বিষয়টা আসলেই বিতর্কের । ফেসবুকে এক বড় ভাই লিখলেন, "এই ভার্চুয়াল জগতে আর মিডিয়ার সময়ে বিখ্যাত হওয়া যেমন সহজ হয়ে গেছে তেমনি কঠিন হয়ে গেছে সাধারণ হওয়া, তাই অনেক কিছু ভাবতে হচ্ছে...............। " আমি লিখলাম, "আমি বলব এখন সুযোগ আছে, আগে সুযোগ কম ছিল । আগে ফেসবুক ছিল না, টিভিতে চ্যানেল ছিল একটা । এখন অনেক মিডিয়া আর ফেসবুকের কল্যাণে নিজেকে মেলে ধরার সুযোগ এসেছে ।

কিন্তু সাথে সাথে প্রতিযোগিতাও কিন্তু বেড়েছে । ওদিকে শিক্ষার হারও বেড়েছে । সবাই নিজেকে বিখ্যাতদের তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টার সুযোগ পাচ্ছে । তাই ,আমার মতে এখন বিখ্যাত হওয়াটা আরও কঠিন হয়েছে এবং দিনদিন আরও কঠিনতর হবে । " আসলে বিতর্কে গিয়ে লাভ হবে না ।

মতভেদ থাকতেই পারে । দৃষ্টিভঙ্গিতেও পার্থক্য থাকতে পারে । তবেই তো আমরা আলাদা আলাদা মানুষ! যার বিখ্যাত হওয়ার ইচ্ছে সে বিখ্যাত হোক না, আমাদের আপত্তি কিসের? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।