আমাদের কথা খুঁজে নিন

   

ভিওআইপির দোহাই দিয়ে এই হটকারী সিদ্বান্ত সাধারন জনতার উপর জোর করে চাপিয়ে দেয়া সিদ্বান্ত আমরা মানি না

স্বাধীন দেশের রোবটিক নাগরিক বিটিআরসি , ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের তাদের স্পীড ৭৫% কমিয়ে দিতে বলেছে। তথ্য প্রযুক্তির এই যুগে, এ অন্যায়, এটা প্রযুক্তিগত উন্নয়নের রাস্তা অঘোষিতভাবে বন্ধ করার নামান্তর। কিছু তথাকথিত অর্থ এ স্বার্থ লোলুপ,অবাস্তববাদী বিশেষজ্ঞের বিশেষ অজ্ঞতার পরিচয়ের বহি:প্রকাশ। আমার ধারনা অনলাইন বেইজ সার্ভিসগুলোর সাথেতো আর দুই-নাম্বারি করা কষ্ট হয়ে যাচ্ছে, হয়তোবা সেই পরিমান পর্যাপ্ত জ্ঞান ঐ সব হর্তকর্তাদের নাই, যেহেতু এটা থেকে উপড়ির ব্যবস্থা করা কষ্ট হয়ে যাচ্ছে, তাই সরাসরি বন্ধ না করে ওটার গলায় ফাস দিয়ে দেয়া হল। ভিওআইপির দোহাই দিয়ে এই হটকারী সিদ্বান্ত সাধারন জনতার উপর জোর করে চাপিয়ে দেয়া সিদ্বান্ত আমরা মানি না।

আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। বর্তমানে বাংলাদেশে বিশাল এক জনগোষ্ঠী ফ্রী-ল্যান্সিং এর কাজ করে থাকেন। যার ফলে, প্রচুর বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স আাকারে এই দেশে আসে। এখনতো সেটাও বন্ধ হওয়ার পথে। এতবড় একটা জনহীতকর সিন্দান্ত নেয়া থেকে দয়াকরে বিরত থাকুন।

দয়া করে মশার ভয়ে মশারী পুড়বেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।