আমাদের কথা খুঁজে নিন

   

নীলকণ্ঠী পাহাড়ের অসুখ

শেষ বলে কিছু নেই

খাঁচাবন্দি স্বপ্নগুলো ছেড়ে দিতেই নিমেষে ঘুরে আসে নীলকণ্ঠী পাহাড়ের দেশ; যেখানে একদা উড়তো অনস্তিত্ত্বের পাশে এক অদ্ভূত ধূসরতা তারপর বর্তুল অন্ধকার ফুঁড়ে উঁকি দিলে বহুভুজ জীবন নীলকণ্ঠী পাহাড়ে অতিথি লু হাওয়ার মত উড়ে আসে রং- ডানায় অমীমাংসিত কারুকাজ খঁচিত রূপকলতা: যাকে ঘিরে আমার রক্ত-নদীর জোয়ারভাটা আমার হৃদপিণ্ডের অলিন্দে এক জোড়া টুনটুনির বিভোর প্রেম যাকে ঘিরে আমার সমস্ত খেলা- ব্যাট, বল- খেলা শেষের খেলা রূপকলতা রূপকলতা, একটা গোটা রাত্রি ঘুমানোর পর জেগে ওঠা ফ্রেশ সকাল আরো গাঢ়ো ঘন দুপুর, রক্ত-সূর্য-স্নানে পড়ন্ত বেলা... আজ কালবেলায় স্বপ্নের ক্যামেরা-চোখে ধূ ধূ মলিনতা, পাহাড়ের বদলে পাথর-কঙ্কাল খাঁজে খাঁজে বিধ্বস্ত বিমান আর অতিথি পাখিদের হাড় পাহাড়ের কোলে জ্বলছে কোল-মাইন, নিষ্পাপ ঔষধির অভিমান ধোঁয়ার দীর্ঘশ্বাসে উড়ে যাওয়া অস্থির কার্বন-কণার নীচে আহা! আমার এ কোন রোগাদুবলা নীলকণ্ঠী পাহাড়? ...আমার রক্ত-নদী পানা আর বর্জ্যে ঠাসা হৃদ-অলিন্দে ভেঙে গেছে টুনটুনির বাসা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.