আমাদের কথা খুঁজে নিন

   

ঝিমিয়ে পড়েছে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

আবু হানিফ রানা, ১৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): চলতি বছরের জুন মাসে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকায় ৫ তলা ভবন ধ্বসে ২৫ জন নিহত হয়। এ ঘটনার পরপরই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদের জোরদার অভিযান শুরু করে। ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে রাজউকের এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মাসব্যাপি এ উচ্ছেদ অভিযান পত্রপত্রিকাসহ দেশের সকল মিডিয়ায় বেশ আলোচিত বিষয় হলেও এখন তা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। রাজউকের অবৈধ উচ্ছেদ অভিযান এখন বাজার ও খেলার মাঠ দখলমুক্ত করার মতো বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ।

রাজউক কর্তৃক অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণের তালিকায় প্রায় ৫ হাজার স্থাপনা রয়েছে। তাছাড়া ১শ ৫০ এর অধিক অননুমোদিত আবাসিক প্রকল্পও রয়েছে রাজউকের তালিকায়। দেশের শীর্ষ স্থানীয় ডেভলপার কোম্পানি বসুন্ধরা গ্রুপে ৫৩টি প্রকল্প ও বসুন্ধরা শপিং মলের উপরের অংশও রাজউক কর্তৃক প্রণিত নকশার বহির্ভূত। এ জন্য রাজউক বসুন্ধরা গ্রুপকে বিভিন্ন সময় নোটিস প্রদান করলেও তারা বিষয়টি গ্রাহ্য করেনি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বসুন্ধরা গ্রুপের অনুমোদনহীন এ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে রাজউক কয়েকবার নির্দেশ দিলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ।

তবে, রাজউকও বসুন্ধরা গ্রুপের বিপক্ষে কোন প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ করেনি। এ ব্যাপারে রাজউকের পরিচালক (উন্নয়ন) প্রকৌশলী আবদুল মান্নান এর সঙ্গে কথা বললে তিনি শীর্ষ নিউজ ডটকমকে জানান, যে কোন সময়ে রাজউক বসুন্ধরা গ্রুপসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করবে। রাজউকের উচ্ছেদ অভিযান হঠাৎ করে ঝিমিয়ে পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, অভিযান থেমে নেই। বর্তমানে ছোট ছোট অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো উচ্ছেদ করছে রাজউক। তবে জনবলের অভাবে জোরালোভাবে এ অভিযান পরিচালনা করা যাচ্ছে না।

আবদুল মান্নান বলেন, সংস্থাপন মন্ত্রণালয় হতে ৪জন ম্যাজিস্ট্রেটকে রাজউকে নিয়োগ দেয়া হয়েছে। তবে গণপূর্ত মন্ত্রণালয় হতে পূর্ণ ক্ষমতা দেয়া হলেই এ ৪জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ অভিযান জোরালোভাবে শুরু করা হবে। বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিতে রাজনৈতিক কিংবা প্রভাবশালী মহলের চাপ আছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, রাজউক কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এটা একটি ¯^vqZ¡kvwmZ সরকারি প্রতিষ্ঠান। তবে সমপ্রতি রাজউক চেয়ারম্যানকে জামায়াতের নেতা বা পক্ষের লোক বলে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রচার প্রসঙ্গে তিনি বলেন, একজন সরকারি উধ্বর্তন কর্মকর্তাকে নিয়ে এ ধরনের সংবাদ প্রচারের আগে সঠিকভাবে তথ্য যাচাই করে দেখা প্রয়োজন। তবে যেহেতু ব্যাপারটি সম্পূর্ণ ব্যক্তিগত সেক্ষেত্রে রাজউক চেয়ারম্যানই এর উত্তর দিবেন।

ড্যাপ বাস্তবায়নের নামে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ হচ্ছে- সমপ্রতি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের এমন মন্তব্যে প্রসঙ্গে তিনি বলেন, বক্তব্যটি হাস্যকর ছাড়া কিছুই না। ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রণয়ন ও বাস্তবায়নের কাজ এ সরকারই নিয়েছে। তাহলে কোন রাজনৈতিক নেতার এ ধরনের বক্তব্য বর্তমান সরকারকেই প্রশ্নের মুখে ঠেলে দিবে। (শীর্ষ নিউজ ডটকম/এস/০০.২০ ঘ.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।