আমাদের কথা খুঁজে নিন

   

জুডাসেরা জানে না (মৃত্যুহীন প্রাণ কবি বেঞ্জামিন মলোয়সীকে স্মরণে রেখে)



জুডাস জানেনি। জুডাস জানে না। জুডাসেরা জানবে না কোনোদিন- মৃত্যুও অমরতা এনে দেয় বোধের অধিক যীশুরা অকুতোভয়, চিরকাল যূপকাষ্ঠে দাঁড়িয়েছে হেসে। পুঁজির পাঁজর ঘেঁষে জুডাসেরা চিরকাল নতজানু হয় বাণিজ্য বাণিজ্য খেলে - মানবতা পায়ে দলে বার বার স্ফ্রিংসের শিয়রে দাঁড়ায়। জুডাস দেখেনি জুডাসেরা দেখবে না কখনো কীভাবে নতুন যীশুরা মৃত্যুকে ভালোবেসে অমরতা পায়। যীশুর মতোই মৃত্যুকে তুড়ি মেরে একাধিক মলোয়সি গলদেশে দড়ি পড়ে নেয়। ফ্যাসিষ্ট টিকেনি কখনো টিকেনি বোথাও কালো মানুষের দেশে পৃথিবীতে মলোয়সি ম্যান্ডেলারা আসে-কালোহীন শাদাহীন মানবতা,দেশ ভালোবেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।