আমাদের কথা খুঁজে নিন

   

They are either extremely smart OR...(সম্পাদিত)

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

They are either extremely smart OR extremely ignorant - এটা একটা বইয়ের নাম - যা, যে কেউ নীচের লিংক থেকে বিনা পয়সায় ডাউনলোড করে পড়তে পারবেন, ইনশা'আল্লাহ্: extremelysmart.wordpress.com/download-my-book/ যারা বিশ্বাসী, যারা নিঃসঙ্কোচে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে গর্ববোধ করেন - নাস্তিক ও অবিশ্বাসীদের গায়ে পড়ে বাক-বিতন্ডার মুখে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এটা একটা অত্যন্ত সুন্দর সংগ্রহ। যারা দুর্বলচিত্ত মুসলিম, তারাও এই বই থেকে সামনে চলার শক্তি লাভ করবেন ইনশা'আল্লাহ্ - যখন তারা দেখবেন যে, তাদের নাজেহাল করতে চাওয়া নাস্তিকদের চেয়ে শত-সহস্রগুণে smart - এক কালের ইহুদী, খৃষ্টান বা অবিশ্বাসীরা নিজেদের ইসলামে দাখিল করে কত গর্বিত ও কৃতার্থ বোধ করছেন! নাস্তিক-কাফির-মুশরিকরাও [এখানে একটু ব্যাখ্যা প্রয়োজন: কাফির বা মুশরিক কোন গালি নয় - বরং আল্লাহয় বিশ্বাসের নিরিখে "মুসলিম" অভিব্যক্তির মতই, কারো religious status] পড়ে দেখতে পারেন - কিসে ঐ সকল মেধাসম্পন্ন, গোটা-পৃথিবী-দেখামানুষদের "সেকেলে" ইসলামর ছায়াতলে নিয়ে আসলো?! উদাহরণ দিতে আমি এখানে এদের কেবল একজনের কথাই একটু আলোচনা করবো - প্রথমেই যাঁর নাম রয়েছে: Murad Wilfried Hofmann জার্মান ল' নিয়ে মিউনিখ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন এবং ১৯৫৭ সালে সেখান থেকে PhD লাভ করেন। আমেরিকান ল' নিয়ে পড়াশোনার পথ ধরে Harvard Law School থেকে 1960সালে Masters করেন। ১৯৬১-১৯৯৪ সময়টাতে তিনি জার্মানীর ফরেন সার্ভিসে কাজ করেন এবং সেখানে নিউক্লিয়ার ডিফেন্সের ব্যাপারে তাঁকে বিশেষজ্ঞ মনে করা হতো! ১৯৮৩ - ১৯৮৭ সময়টা ব্রাসেল্সে ন্যাটোতে কাজ করেন Director of Information হিসেবে। এছাড়া আলজেরিয়া ও মরোক্কতে জার্মান রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন যথাক্রমে ১৯৮৭-১৯৯০ এবং ১৯৯০-১৯৯৪ সময়কালে। ১৯৮০ সালে তিনি ইসলাম গ্রহণ করেন! এই তথ্যগুলো তাদের জন্য, যারা, পার্থিব পদমর্যাদা ও ডিগ্রী দিয়ে মানুষকে বিচার কর থাকেন - যেন তারা বোঝেন যে, এই বইয়ে (অর্থাৎ, They are either extremely smart OR extremely ignorant- এই বইয়ে) যাদের কথা আলোচনা করা হয়েছে - তাঁরা রাস্তার কোন Tom, Dick বা Harry নন। আমার কাছে অবশ্য সে সব বিচার্য্য নয়। আমার জন্য এটুকুই যথেষ্ট যে, তিনি একজন মুসলিম - যিনি মুসলিম হয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তাকে Eternal Fire থেকে বাঁচানোর জন্য - একজন মুসলিম ভেবে নিজেকে ধন্য মনে করেন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।