আমাদের কথা খুঁজে নিন

   

বালুবেলায় (স্বরচিত)

চলছে জীবন , আমাকে ছারাই

শংকিত আমি হেটে চলেছি একাকি বালুবেলায়, কিসের আশায় জানি না আমি তা,কার চোখের ইশারায়, জানি না কখনো ছিল সে আমার হৃদয়ে সুপ্ত কি না তবে আজ কেন বাজে এ মনেতে অজানা সুখেরো বিনা, যেমন চেয়েছি তেমন আমি যে পাই নি আজো কিছু ভুলের মায়ায় পথে প্রান্তরে ছুটেছি ভুলেরি পিছু মোর হৃদয়ের তনয়াকে আমি দেখেছি প্রভাত বেলা! নির্বোধ আমি! হে বিধি আমায় করো না ক কভু হেলা। আমার মনেতে সুপ্ত যে আছে পাইনিকো তাকে হায়, তাই ত ামি হেটে চলেছি যে একাকি বালুবেলায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.