আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে বিএনপি-জামায়াত সমর্থকরা নাকি চয়ার ছোড়াছুঁড়ির মাধ্যমে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করে ভূলুণ্ঠিত করে দেশের সুনাম। হায় রাজনিতী!

₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠

দলীয় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে উচ্ছৃঙ্খল আচরণের কারণে শেষ পর্যন্ত ভন্ডুল হয়ে গেল বিলেতের খ্যাতনামা লন্ডন স্কুল অব ইকনমিক্স -এর সেমিনারটি। এক শ্রেণীর রাজনৈতিক নেতা-কর্মীর অসংযত আচরণের মাধ্যমে লন্ডনের মত স্থানেও দেশের সুনাম ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চলছে। এর পেছনে রয়েছে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মহলের সরাসরি ইন্ধন ও উৎসাহ। মর্যাদাবান লন্ডন স্কুল অব ইকনমিক্স -এর ল্যাঙ্গুয়েজ সেন্টারে গত ১৬ জুলাই বিকালে ‘বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও রাজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক সেমিনারের উদ্যোক্তা ছিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশন। সেখানে উল্লেখ্যযোগ্য সংখ্যক জামাত বিএনপি'র সমর্থকরা যোগ দেয়।

ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় মানবাধিকার গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড এ্যাভরি শেষ পর্যন্ত মহতী এই সেমিনারের করুণ পরিণতি দেখে বিস্মিত হন এবং এক বিবৃতিতে সহিংসতার জন্য সেমিনার ভন্ডুলকারীদের আইনের হাতে সোপর্দ করে ফৌজদারি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। সেমিনারের উদ্যোক্তা লর্ড এ্যাভরি পরে এক বিবৃতিতে বলেন, ‘‘বিএনপি’র পক্ষ থেকে প্রথম বক্তব্য শান্তিপূর্ণভাবে সবাই শোনেন। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম বক্তা বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বাধা দেয়া শুরু হয় এবং সেই বাধা ক্রমে দৈহিক শক্তি প্রয়োগে রূপ নেয়। সেমিনারে উপস্থিত বিএনপি’র সমর্থকগণ চেয়ার ছোঁড়া শুরু করেন। পুরো সভাটি বাংলা টিভিতে ধারণ করা হচ্ছিল।

যে-ই সহিংসতা শুরু করে থাকুক না কেন, তাকে শনাক্ত করে ফৌজদারী আদালতে সমর্পণ করা সম্ভব"। সূত্র: ইত্তেফাক


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।