আমাদের কথা খুঁজে নিন

   

ছায়াগুলো অপসৃত হচ্ছে ক্রমশ



ছায়াগুলো অপসৃত হচ্ছে ক্রমশ খসে পড়ছে শাখা- পাতারা হলুদ আর লালচে হয়ে আছে। রোদের আঁচে পুড়ছে আমাদের শস্য, পুষ্প ও মাঠগুলি ছায়াচ্ছন্ন অশ্বত্থের ঝুরি আর নামছে না মাটিতে। ও আমার হাওয়া,ও আমার ঝিরিঝিরি বায়ু ও আমার ধুধু মাঠ কেবলি স্মৃতি হয়ে, কেবলি জীবাশ্ম হয়ে থেকে যাবে সুজলা-সুফলা এই দেশে? আমরা কি শেষতক একখন্ড ছায়ার জন্য, এক ঝলক হাওয়ার জন্য ছুটে বেড়াব দিগ্বিদিক?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।