আমাদের কথা খুঁজে নিন

   

উপযোগবাদির চোখ

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

'আসবই জেনো,হে কবি! কবিতা তোমার পড়তেই হবে আজ।' ২. অন্ধকার পড়ে আছে,অন্ধকারেই হাঁটছি: আলো-আড়ম্বর শহর,পাশে আমার এই গ্রাম। এটিই কোন একটি গ্রাম, এখানেই সন্ধ্যা খানিক দূর এগোলে শীর্ণমতো নদী পৃথক করে দেয় আলো - অন্ধকার, ব্যস্ততার সাথে অবসর মেলানো যায় না। ৩. ভুলে যাওয়ার কথা ছিল না । তবু, হঠাৎই আধভাঙা চাঁদের নিচে মুগ্ধ হয়ে যাই। ভুল করে কবিতার চোখে দেখি রাতের ঘুম। সুরের খেলা ভেবে মর্মে অনুভব করি বাদকের হাত,গায়িকার আবেগ। ৩. অফলা রাত আমি শেষ করব ভাবি বন্ধু-বালকের সাথে, যার বড় হওয়ার ইচ্ছা জাগেনি আজও। ৪. জানি যদি, সাহস করে দেখব না কোনদিন; তবু প্রতি সকাল-বিকাল ভাবনা করি, নয়তো না ভেবেই বলে বসি, 'আসবই জেনো, হে কবি ! কবিতা তোমার পড়তেই হবে আজ।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.