আমাদের কথা খুঁজে নিন

   

মোটা তা যতোই মোটা হোক, আছে তারই ভালো বাবা হবার ঝোঁক।


মোটা তা যতোই মোটা হোক, আছে তারই ভালো বাবা হবার ঝোঁক। পেঙ্গুইন রা সাধারনত প্রাণি জগতের মধ্যে খুব ভালো বাবা হয়। কিন্তু এক্ষেত্রে মোটা পেঙ্গুইনরাই আবার বেশি এগিয়ে। তারা বেশ, গর্বভরেই বলে‘ আই অ্যাম এ গুড ড্যাড’। কিন্তু কেনো বলে তারা বা কেনো মোটা বাবারাই ভালো বাবা হয়? কারণ মোটা হলে খাদ্য সন্ধানে যেতে হয়না ।

বাচ্চাদের বা ডিমের দেখভাল করতে পারে। এ সময় খাদ্য না গ্রহণ করে স্রেফ মোটা শরীরের জমে থাকা চর্বির শক্তিতেই চলে। ফলে ডিম ছেড়ে যেতে হয়না। তাই নারী পেঙ্গুইনেরা বেশি মোটা পেঙ্গুইনদেরই সঙ্গী হিসেবে গ্রহণ করে। পুরুষ হিসেবে তাই যে পেঙ্গুইন বেশি মোটা সেই সবসময় পেঙ্গুইন রাজ্যের সুপারস্টার।

ঠিক, মানুষের মধ্যে আমাদের সমাজেও কি একইরকম অবস্থা না ? শুধু টাকাওয়ালা কালো, ভূড়িওয়ালা জামাই কি শ্বাশুড়ির কাছে বেশি কদর পায়না? টাকায় তো সবই করা যায়। আর কিছু কিছু অর্থহীন শুকনো ছেলেগুলো কেবলই মেয়েদের কাছে অবহেলা পেয়ে যাচ্ছে। এ সমস্যার কি সমাধান নেই?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।