আমাদের কথা খুঁজে নিন

   

সক্রিয় ভালোবাসা ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

এখন কে জাগবে ? কার ঘুম ভাঙা নিষ্পাপ মুখ অবাক তাকিয়ে রবে আমার দিকে ? আমি এখনো জেগে আছি, জেগেই ছিলাম এতোক্ষণ, মুয়াজ্জিন, ঘুম কাতর স্বরে, ঘুমন্ত দেবতাকে ডাকছে এখন ঘুমের সময় নয়, জাগো ! মানুষ কি দেবতা হয় ? নিষ্পাপ অবতার, একতার, দু'তার, বারবার ডাকে মেঘ, সরাজের গর্জনে । জেগে না উঠা এক বিপুল পৃথিবী, এখনো ঘুমিয়ে আমি পিট পিট তাকিয়ে তোমার বারুদ জ্বলা, সকালের আগুন লাল ভোর দেখার জন্য । অনেক আদর পাওয়া তোমার এলো থেলো কেশের মতো, শুরু হবে, একটা ব্যাস্ত দিন, তুমি জাগবে_ নীল টিপে সেজে গুজে পা বাড়াবে জলন্ত আগুনের দিকে । আমি ঘুমিয়ে থাকবো ! তোমাকে জ্বলতে দেখার জন্য, ধীরে ধীরে বাড়েনি এ চোখ, নির্মল বাতাসে ! বর্ণীল দেখে যাওয়া আমার দু'চোখে মন্ডার মতো আবৃত ধুসর কাগজে । তোমার সরল মুখের মতো ছায়াঘন ! এবার তাকাও তুমি বুক ভরে শ্বাস নাও, নির্মল বাতাসে ! এসো, বসো, জড়সড়_ ঘুমন্ত আমার পাশে, সক্রিয় ভালোবেসে ! লিখন এপ্রিল-০৯.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.