আমাদের কথা খুঁজে নিন

   

রমজানে দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি রম্যতারকা বাণিজ্যমন্ত্রীর আহবান : কে কি ব্যবস্থা নিবেন বা কার অনুরোধ কে শুনবে

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

ঢাকা, ১৭ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): কৃত্রিম সংকট সৃষ্টি করে রমজানে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করে দিয়েছেন খাদ্যমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার বাংলাদেশ স্কাউট-এর জাতীয় সদর দফতরে দুর্যোগ মোকাবেলায় স্কাউটিং শীর্ষক উদ্বুদ্ধকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য বাড়ার কোন সম্ভাবনা নেই। বরং রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলে তিনি মনে করেন।

মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেবে সরকার। ওই প্রশিক্ষণে স্কাউটদের অংশ গ্রহণেরও সুযোগ দেয়া হবে বলে জানান তিনি। বাংলাদেশ স্কাউট-এর সভাপতি মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কাউটের জাতীয় কমিশনার মো: আবুল কালাম আজাদ এবং উপ-কমিশনার মো: আব্দুল ওয়াজেদ। কোর্সে ৫০ জন রোবার স্কাউটস এবং ১০ জন কর্মকর্তা অংশ নেয়। গোপালগঞ্জ, ১৭ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বাণিজ্যমন্ত্রী ফারুক খান আগামী রমজানে অযথা দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, যে সব ব্যবসায়ী জিনিস-পত্রের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে সরকার। আজ শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, রমজানে যে সব পণ্য বেশি প্রয়োজন আমরা ইতিমধ্যে সেসব পণ্যের যথেষ্ট মজুত গড়ে তুলেছি। এই সময় যাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে সে ব্যাপারেও আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগে মন্ত্রী সকালে কাশিয়ানী সদরে বৃক্ষ মেলার উদ্বোধন করা ছাড়াও ৩০ জন দুস্থ অসহায় মহিলার মধ্যে গাভী বিতরণ করেন।

পরে কাশিয়ানীর বিভিন্ন স্কুলের ৩৪৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে সনদপত্র ও নগদ টাকা বিতরণ করেন। তিনি পরে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। বাণিজ্যমন্ত্রী বিকেলে মুকসুদপুরে আরো কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। (শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/ডিএইচ/এসএম/১৫.৫০ঘ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।