আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা শুরু

শনিবার নগরীর কোতোয়ালী থানাধীন পাঁচটি পোশাক কারখানার ভবন পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর যৌথদল।
প্রথম দিনে কোতয়ালী মোড়ের বনলতা গ্রুপের তিনটি, প্রিমিয়ার অ্যাপারেলস ও স্টেশন রোডের এশিয়ান এপারেলসের কারখানা পরিদর্শন করে আট সদস্যের পরিদর্শক দল।
ভবনগুলোর নকশা ইমারত নির্মাণ আইন মেনে করা হয়েছে কি না এবং ভবনের কোথাও ফাটল রয়েছে কি না তা খতিয়ে দেখছে দলটি।
পরিদর্শনকালে সিডিএ’র নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলটি ভবনটির বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন দিকও পরীক্ষা করছে।
যৌথ দলটি আগামী এক মাসে চট্টগ্রামে বিজিএমইএ’র তালিকাভুক্ত ৫৫০টি কারখানা ভবন পরিদর্শন করবে বলে জানান তিনি।
পরিদর্শনের সময় সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আমিন ও বিজিএমইএ’র যুগ্ম সচিব মো. মঈনুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.