আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদীতে মা-মেয়েকে এসিডে ঝলসে দিয়েছে প্রতিপক্ষ

জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ

প্রতিপক্ষের ছোড়া এসিডে ঝলসে গেলেন গৃহবধূ সাবিহা বেগম (৫০) ও তাঁর মেয়ে মাফিয়া আক্তার (২০)। জমি নিয়ে বিরোধের জের ধরে এ নৃশংস হামলা চালানো হয়। গত বুধবার রাতে নরসিংদীর পাচদোনা কাকসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসিড-আক্রান্ত সাবিহা ও মাফিয়াকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে গতকাল বৃহস্পতিবারও এসিড নিক্ষেপের ঘটনায় স্থানীয় থানায় কোনো মামলা হয়নি। এমনি পুলিশ ঘটনাটি জানে না বলে দাবি করেছে। আহত সাবিহা অভিযোগে জানান, তাঁর স্বামীর নাম সরদার আলী। তিনি একজন কাঠমিস্ত্রি। তাঁদের বাড়ি নরসিংদীর পাচদোনা ইউনিয়নের কাকসিয়া গ্রামের দুবারির টেক এলাকায়।

তাঁদের ছেলে তাঁতশ্রমিক জাকিরের সঙ্গে প্রতিবেশী আশরাফের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে আশরাফ, তার স্ত্রী হাসিনা, আত্দীয় আমিনসহ সাত-আটজন তাঁদের ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটায়। এ সময় সাবিহা ও মাফিয়াসহ সবাই ঘুমিয়েছিলেন। শব্দ শুনে দরজা খুলতেই অভিযুক্তরা এসিড ছুড়ে পালিয়ে যায়। সাবিহার শরীরের বাঁ দিক ও মাফিয়ার মুখের এক দিক ঝলছে গেছে।

আহতদের রাতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন তাঁরা বার্ন ইউনিটের পঞ্চম তলায় ভর্তি আছেন। তবে নরসিংদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, 'পাচদোনা এলাকার কোথাও এসিড নিক্ষেপের কোনো ঘটনা আমাদের জানা নেই। থানায় কোনো অভিযোগও আসেনি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.