আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদীতে কলেজছাত্রকে জবাই--- কি দোষ ছিল তার!!!!

www.facebook.com/anamul.mehedi

আমার চাচাতো ভাইয়ের ছেলে রিহাদ( ভাতিজা) , যেমন সুদর্শন তেমনই একটি নিপাট শান্ত এবং ভদ্র ছেলে। তাকে জবাই করে হত্যা করা হয়েছে কেন!!! কি দোষ তার? আর তার যদি দোষ থেকেই থাকে তবে তার জীবন দিয়ে এর শোধ দিতে হবে!!! এর বিচার কি পাবে তার অভাগা বাবা-মা। জানি না, হয়তোবা জানতে ও পারবো না কারন আমরা হীরক রাজার দেশে বাস করি! যেখানে ২-৪ টা সাধারন পরিবারের সন্তান মারা গেলে আমাদের দেশের কিছুই হয় না!! ছেলেটার বাবা ২ বার স্ট্রোক করেছে। আমার জ্যাঠার অর্থ সম্পদের অভাব ছিল না আবার আমার ভাতিজার নানা ২ বারের এম। পি।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাবার শরীরে অসুস্থতার জন্য পরিবারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে ছিল একটু ভাল থাকার আশায়। হয়তো আশা পূরনের দ্বার প্রান্তে ছিল। অনার্স ৩ বর্ষে পড়া - শুনার পাশাপাশি চাকরিও করছিল বাবাকে একটু সাহায্যের জন্য। বড় ছেলে হারানোর এই শোক কিভাবে ভুলবে তার হতভাগিনি মা। যতটুকু জানি,চিনি রিহাদকে কখনই দেখিনি কারও সাথে ঝগড়া করতে, অঝথা আড্ডাবাজি করতে।

আর দেখবেই কিভাবে !!! সারাদিন পরিশমের পর সন্ধ্যায় বাসায় ফিরে নিজের পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ত। ছেলেকে ঘিরে বাবা-মার স্বপ্ন এক দুঃস্বপ্নে পরিণত হল। এর দায় কে নিবে??? খবরের লিঙ্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.