আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি মজার বৈজ্ঞানিক পরীক্ষা/টিপস

আহমেদ সাদমানের ব্লগ। বাঙালিদের মধ্যে লেটেস্ট ভারসন।

বিজ্ঞান ভালবাসেন, নতুন দু'তিনটি জিনিস শিখতে চান। তাহলে চেষ্টা করে দেখতে পারেন। বিজ্ঞানের ছাত্ররা জানতেও পারেন, আবার নাও জানতে পারেন।

আসলে এগুলো সবারই জানা উচিত। তাই আমার এই প্রচেষ্টা আপনাদেরকে জানানোর জন্য। নিচে কিছু মজার বৈজ্ঞানিক টিপস ও পরীক্ষা দেয়া হল। ১। প্রথমে আপনার ঘরের দরজার কাছে জান।

এবার দু'হাত সম্প্রসারিত করুন। দরজার ফ্রেমকে গায়ের জোর দিয়ে ঠেলার চেষ্টা করুন। আপনাকে এমন একটি প্রশস্ত দরজা বেছে নিতে হবে, যাতে আপনার হাত সহজে সম্প্রসারিত হতে পারে। এভাবে যতক্ষন পারেন ততক্ষন চাপ দিতে থাকুন। মনে করুন আপনি দুই পাশে দুইটি দেয়াল ঠেলছেন।

যত জোরে সম্ভব করতে থাকুন। এরপর যখন দেখবেন আপনি আর পারছেন না, শক্তি নিঃশেষ। তখন চট করে হাত দু'তি নামিয়ে ফেলুন। হাত দুইটি আপনার অনুমতি ছাড়া আপনা-আপনি উঠে গেল কি? কেন?ঃ আপনি যখন চাপ দেন, তখন মস্তিষ্ক আপনার হাতে মাসেলকে সঙ্কুচিত হতে বলে। হাত ছেড়ে দেয়ার পরও মস্তিষ্ক কয়েক সেকেন্ড এ সিগন্যাল পাঠায়।

তাই এমনটি হয়। ২। কোনটি কাঁচা ডিম, কোনটি সিদ্ধ ডিম বুঝতে পারছেন না? তাহলে একটি কাজ করুন। দুইটি ডিম একসাথে জোরে ঘুরিয়ে দিন। যে ডিমটি আগে থামবে অর্থাৎ কম সময় ঘুরবে সেটি কাঁচা আর যেটি বেশি সময় ঘুরবে সেটি সিদ্ধ ডিম।

কেন?ঃ কাঁচা ডিমের তরল কুসুম ডিমের দেয়ালে আঘাত করে ও ঘুরতে বাধা দেয়। ৩। দুইটি বই নিন। ধরি, প্রথম বইটি 'ক', ২য় টি 'খ'। এবার যে কোন একটি বইয়ের (ধরি 'ক') শেষের পৃষ্ঠায় খ এর কভার পেজ ঢুকান।

এবার একইভাবে খ এর ভেতর ক এর পেজ উল্টিয়ে ঢুকান। আবার ক এর ভেতর খ এর পেজ উল্টিয়ে ঢুকান। এভাবে চালাতে থাকুন যতক্ষন পারেন। এবার হয়ে গেলে দুইটি বই বন্ধ করুন। এখন দেখলে মনে হবে একটি বই আরেকটি বইয়ের ভেতর ঢুকে আছে।

এবার বই দু'টি টেনে পৃথক করার চেষ্টা করুন দেখি? পারেন কি? ৪। একটি মোমবাতি এবং অন্য কোন আগুনের উৎস নিন। অন্যটি প্রস্তুত রাখুন। এবার মোমবাতিটি নিভিয়ে ফেলুন। নিভিয়ে ফেলার পর যখন ধোয়া বের হতে শুরু করবে, তখন চট করে অন্য জলন্ত উৎসটি দূর থেকে ধোয়াতে ধরুন।

যদি ঠিক মত করতে পারেন, তাহলে মোমবাতিটি আবার জ্বলে উঠবে। To be continued... সূত্রঃ ব্যাকইয়ার্ড সায়েন্স ও নিজের জ্ঞানভান্ডার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.