আমাদের কথা খুঁজে নিন

   

জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী



দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় উত্তীর্ণের হার ৭৪ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় গত বছর উত্তীর্ণের হার ছিলো ৭০ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৮ হাজার ২২২ জন। এবার আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮২ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ১০ শতাংশ, রাজশাহীতে ৭৫ দশমিক ৪৩ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৭৩ শতাংশ, দিনাজপুরে ৬৭ দশমিক ৫৪ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ১২, চট্টগ্রামে ৭২ দশমিক ৯৫, কুমিল্লায় ৭৩ দশমিক ১৩ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৭৪ দশমিক ১৪ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৫৫ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮২ দশমিক ৪৮ শতাংশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।