আমাদের কথা খুঁজে নিন

   

টেলিটকের জিপিএ৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং কিছু অব্যবস্থাপনা



আজ টেলিটক থেকে ২০০৩-২০১০ পর্যন্ত এইচ এস সি তে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা,গোল্ডেন সিম আগামী,ও সাংস্কৃতিক অনুস্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু কিছু অব্যবস্থাপনার কারনে আজ এই অনুস্ঠানটি পন্ড হল। এটা মেধাবীদের জন্য ছিল চরম অপমানজনক। সকাল ৮টা থেকে সিম ও গিফট দেওয়ার কথা ছিল,শুরু ও হয়েছে, কিন্তু ৯টার মধ্যেই সব শেষ। যারা পরে গিয়েছে,তারা কিছুই পায়নি।

টেলিটক থেকে বলা হয়েছিল ২কপি পাসপোর্ট সাইহ ছবি আর রেজিঃ কার্ডের ফটোকপি আনতে, কিন্তু ওখানে চেয়েছে মার্কশীট,প্রশংশাপত্র, এ জন্য অনেকে সিম পায়নি। তারপরও আমাদের ২ বার লাইনে দাড়াতে বলা হয়েছিল, একবার আমাদের হাতে মার্কার পেন দিয়ে আমাদের হাতে সিরিয়াল নং লেখা হয়েছিল। সিম না পেয়ে বিক্ষুব্ধ ছাত্ররা সিম দেওয়ার বুথ ভাংচুর করে। এর পপর বলা হয় অনুস্ঠান শেষ হলে সিম দেওয়া হবে। তাও আমরা পাইনি।

কথা ছিল জুম্মার নামাজের পর লান্চ দেওয়া হবে, কিন্তু তার আগেই খাবার দেয়া হয়েছে। প্রায় অর্ধেক ছাত্র খাবার পায়নি। ভলান|টিয়াররা নিজেদের জন্য বেশি করে খাবার সরিয়ে রেখেছিল। এটা কি অপমানজনক নয়???????????????????????????? আপনারাই বলুন, আপনারা কি মনে করেন????????? মেধাবী শিক্ষার্থীদের একত্র করে সবাইকে এভাবে অপমান করার কি মানে????????????????????????????? এগুলো কি ঠিক??????????????????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.