আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানকে খন্ডিত করার মার্কিন পরিকল্পনার প্রকাশ্য কর্মকান্ড শুরু হল

http://www.sonarbangladesh.com/blog/mdhasan/

কছুক্ষন আগে খবরে শুনলাম পাকিস্তানের বেলুচ প্রদেশের একজন শীষ বামপন্থি রাজনীতিবীদ গুলিতে মারা গেছেন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সাবেক সিনেটর হাবিব জালিবকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন বেলুচিস্তান ন্যাশনাল পার্টির মহাসচিব। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, দুজন অচেনা বন্দুকধারী গতকাল বুধবার ভোরে মুসা কলোনিতে হাবিব জালিবের বাড়ির সামনে তাঁকে হত্যা করে। তারপর তাঁরা একটি মোটরসাইকেলে চেপে পালিয়ে যান।

এর আগে গত রোববার আরেক বেলুচ রাজনীতিবিদ, ন্যাশনাল পার্টির মাওলা বখশ দাশতি তুরবাত শহরে আততায়ীদের হাতে নিহত হন। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হাবিব জালিবের হত্যার প্রতিবাদে কোয়েটায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা পরে দাঙ্গায় রূপান্তরিত হয়। দাঙ্গার ফলে বেলুচিস্তানে জনজীবন এখন অংশত স্থবির হয়ে পড়েছে। হাবিবের সমর্থক ও অন্যান্য বিক্ষোভকারী যানবাহনে ঢিল ছুড়ছে, রাস্তা অবরোধ করে আছে এবং দোকানপাট জোর করে বন্ধ করে দিয়েছে। ফলে সব ধরনের ব্যবসা ও যানচলাচল বন্ধ হয়ে আছে।

এ ছাড়া বিক্ষোভকারীরা নোশকি এলাকায় একটি রেস্ট হাউসে আগুন লাগিয়ে দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে প্রদেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। হাবিবের হত্যার খবর ছড়িয়ে পড়ার পরপরই তাঁর ক্রুদ্ধ সমর্থকেরা পাকিস্তানের সঙ্গে ইরান ও তুরস্কের সংযোগসড়কসহ অধিকাংশ প্রধান মহাসড়ক—হাব, মাসটাং, কালাত ও খুজদার এলাকায় অবরোধ করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি ৪০ দিনব্যাপী এক শোক কর্মসূচি ও সারা প্রদেশে তিন দিনের সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। এদিকে প্রাদেশিক সরকার দুদিনের জন্য সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

তিন দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। পেশাগতভাবে একজন আইনজীবী, হাবিব মস্কোতে পড়াশোনা করেন এবং সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাস করতেন। বেলুচিস্তান ন্যাশনাল পার্টির মাধ্যমে তিনি বেলুচে জাতীয়তাবাদ প্রচার করতেন। বেলুচ জনগণের জন্য অধিকার ও প্রদেশটির প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে প্রাপ্ত সুযোগ-সুবিধার আরও বেশি অংশ আদায় করার জন্য সংগ্রাম চালিয়ে এসেছেন। —বিবিসি, সিনহুয়া মাকিন লক্ষ ছিল যে কোন মুল্যে বেলুচিস্তানে সহিংসতা ছড়িয়ে দিয়ে সেখানে মানবাধিকারের ধোয়া তুলে আন্তর্জাতিক বাহিনী ওরফে মার্কিন বাহিনী মোতায়েন।

আজকের এই ঘটনায় তাদের লক্ষ এক ধাপ এগিয়ে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.