আমাদের কথা খুঁজে নিন

   

‘উন্নয়ন করলে নির্দলীয় সরকারে ভয় কেন’

শুক্রবার এক আলোচনা সভায় বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকার যদি সাড়ে চার বছরে অনেক উন্নয়ন করেই থাকে, তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেনো?
“প্রধানমন্ত্রীকে বলব, আপনি যদি নিজেকে জনপ্রিয় মনে করেন, তাহলে অন্য একজন নিরপেক্ষ ব্যক্তির কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করুন। সাড়ে চার বছরে আপনারা যা করেছেন, আর কখনো আপনাদের জনগণ ভোট দেবে না। ” 
‘নির্দলীয় সরকার পদ্ধতি’ বহাল ছাড়া বর্তমান রাজনৈতিক সংকটের কোনো সমাধানে নেই মন্তব্য করে জয়নুল আবদিন বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, অশান্তির পথ পরিহার করে সমঝোতার পথে আসুন।
আগামী  ১২ সেপ্টেম্বর নবম সংসদের দ্বাদশ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভা হয়।


নির্দলীয় সরকারের বিল বিরোধী দলকে তোলার আহ্বান প্রসঙ্গে ফারুক বলেন, “সংসদে বিরোধী দলের কয়জন সংসদ সদস্য আছে, তা আপনারা ভালো করেই জানেন। একটি বিল সংসদে আনার মতো সংখ্যাগরিষ্টতা বিরোধী দলের নেই। তাই সংকটের সমাধান চাইলে নির্দলীয় সরকারের বিল সরকারি দলকেই আসতে হবে। ”
সংসদে যোগদানের বিষয়ে বিরোধী দলের অবস্থান তুলে করে তিনি বলেন, “আমরা বাজেট অধিবেশনে দীর্ঘদিন ছিলাম। আসন্ন অধিবেশনে যাবে কি যাবো না, তা দল সিদ্ধান্ত নেবে।


তবে ১২ সেপ্টেম্বরের অধিবেশনে নির্দলীয় সরকারের বিল উপস্থাপন করা হলে বিএনপিসহ ১৮ দলীয় জোট সংসদে অংশ নেবে বলে তিনি জোর দিয়ে বলেন।
দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় প্রধান হুইপ।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম ও সংগঠনের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।