আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য নেই ফিরে আসা অভিবাসী শ্রমিকদের

শনিবার বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহার জানান, ১৯৭৬ সাল থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৩ লাখ ৭৮ হাজার দুইশ’ ৭৫ জন শ্রমিক বিদেশে গিয়েছেন।
আর এদের মধ্যে দুই লাখ ২৭ হাজার চারশ’ চার জন নারী শ্রমিক রয়েছেন।
বিএমইটি’র তথ্যানুযায়ী- সৌদি আরবে ২৪ লাখ ৩৫ হাজার ৩১ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে নারী শ্রমিক ৩২ হাজার ৪০ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ লাখ ১২ হাজার ৭৮২ জনের মধ্যে ৫৭ হাজার ৪৮৪ জন নারী, কুয়েতে চার লাখ ১৩ হাজার ৬১৭ জনের মধ্যে ৭ হাজার ৬৫৮ জন নারী রয়েছেন।
এ ছাড়া ওমানে ছয় লাখ ৬৯ হাজার ৩৬৭ জনের মধ্যে নারী শ্রমিক আট হাজার ৭২৯ জন, কাতারে এক লাখ ৭৫ হাজার ৭৬৩ জনের মধ্যে মাত্র ৩৯ জন নারী, বাহরাইনে দুই লাখ ৩৩ হাজার ২৯১ জনের মধ্যে তিন হাজার ৫২০জন নারী, লেবাননে ৮৪ হাজার ৪৩৬ জনের মধ্যে সর্বাধিক ৭০ হাজার ৩৮৭ জন নারী শ্রমিক রয়েছেন।
অন্যদিকে জর্ডানে ৪৬ হাজার ৪৭৫ জনের মধ্যে ২৭ হাজার ৪৫০ জন নারী, লিবিয়ায় ৮৬ হাজার ৭১৯ জনের মধ্যে পাচশ’ ৩১ জন নারী, মালয়েশিয়ায় সাত লাখ ৮২১ জনের মধ্যে ছয় হাজার ৪৮৬ জন নারী, সিঙ্গাপুরে চারলাখ ৩১ হাজার ৬৬০ জনের মধ্যে ছয়শ’ ৫৯জন নারী, যুক্তরাজ্যে দশ হাজার ৩৮ জনের মধ্যে একশত ৪২ জন নারী, ইতালিতে ৫১ হাজার ৫৭ জনের মধ্যে ৪৩৫ জন নারী, ব্রুনাইয়ে ৩৪ হাজার একজনের মধ্যে ৭৮ জন নারী, মৌরিতিয়াসে ২৯ হাজার ১০৩ জনের মধ্যে ১০ হাজার ৮৭৩ জন নারী এবং অন্যান্য দেশে ৬১ হাজার ২৭২ জনের ১০ হাজার ৮৭৩ জন নারী শ্রমিক গমন করেছেন।


এ ছাড়া সুদানে ৭ হাজার ৮৬৭ জন, দক্ষিণ কোরিয়ায় ২৭ হাজার ৬৯০ জন, জাপানে এক হাজার একশ’ নব্বই জন, মিশরে ২০ হাজার ৯৬৩ জন এবং ইরাকে ৩ হাজার ৯০৩ জন পুরুষ শ্রমিক গেলেও কোন নারী শ্রমিক সেখানে যায়নি।
অপরদিকে হংকংয়ে ৭১ জন, পাকিস্তানে ৩৮ জন এবং সাইপ্রাসে ৬৭ জন নারী শ্রমিক গেলেও সেসব দেশে কোন পুরুষ শ্রমিক যাননি বলে বিএমইটির দেয়া তথ্যে উল্লেখ রয়েছে।
গত বছর বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৬ লাখ ৭ হাজার ৭৯৮ জন শ্রমিক বিদেশে গিয়েছেন, যার মধ্যে ৩৭ হাজার ৩০৪ জন নারী শ্রমিক রয়েছেন।
বিএমইটি মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেরত আশা শ্রমিকদের নিয়ে শুরু থেকেই কোন তথ্যভাণ্ডার নেই। তাই ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত কত জন অভিবাসী শ্রমিক দেশে ফেরত এসেছেন তার সঠিক হিসেব নেই।


“তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্বাবধায়নে বিএমইটি খুব দ্রুত ফেরত আসা শ্রমিকদের নিয়ে একটি তথ্যভাণ্ডার করবে। ”
অভিবাসী শ্রমিকরা গত বছর ১৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.