আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিহিংসায় বিডিআর মামলায় বিএনপিকে জড়ানো হয়েছে: ফখরুল



ঢাকা, ১৪ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিডিআর হত্যা মামলার চার্জশিটে বিএনপি নেতাদের আসামি করেছে সরকার- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ মন্তব্য করেছেন। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত মানবাধিকার লঙ্ঘন, সরকারের অসহিষ্ণু আচরণ ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, যাদের বাসায় মিটিং হয়েছে চার্জশিটে তাদের কারো নাম নেই। অথচ বিএনপির নেতাদের ওই মামলায় জড়ানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি কোনো প্রকার শ্রদ্ধা নেই।

তারা যেভাবে বিরোধী নেতা-কর্মীদের উপর নির্যাতন করছে, মানুষ গুম করছে তাতে সরকারের অগণতান্ত্রিক আচরণই প্রকাশ পাচ্ছে। তিনি দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দেশে ৭৪-এর মতো আরও একটি দুর্ভিক্ষের আশঙ্কা করেছেন। তিনি বলেন সে সময় দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, বর্তমান সরকারও যেভাবে দুঃশাসন চালাচ্ছে তাতে অচিরেই আরও একটি ৭৪ সৃষ্টি হতে পারে। খাদ্যমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্য উদ্ধৃতি করে তিনি বলেন, খাদ্যমন্ত্রী নিজেই দেশে খাদ্য সংকটের কথা স্বীকার করেছেন। আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামকে অপ্রকৃতস্থ এবং অসুস্থ বলে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এতদিন তিনি জিয়াউর রহমান সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করেছেন, এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের বিচার করা হবে তা নির্ধারণ করছেন।

তিনি আইন প্রতিমন্ত্রীর সুচিকিৎসার পরামর্শ দেন। জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর এম সলিমুল্লাহ খান প্রমুখ। (শীর্ষ নিউজ ডটকম/এসইউ/আরআর/এসসি/১৯:০৫ঘ.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।