আমাদের কথা খুঁজে নিন

   

৩০তম বিসিএস এর জন্য নিজেকে যাচাই করেনিন

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

৩০তম বিসিএস এর পরীক্ষার্থীরা আপনার একবার নিজেকে যাচাই করে নিতে পারেন শেয়ার দেয়া নিচের মডেল টেষ্ট গুলো দিয়ে। এখানে আপনি পাবেন ৭০ টি মডেল টেষ্ট এবং নিচে এর উত্তর। ৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট-১ ১. কোনটি তদ্ভব শব্দ? ক. চাঁদ, খ. সূর্য, গ. নক্ষত্র ঘ. গগন ২. বাংলায় কোরআন শরিফের প্রথম অনুবাদক কে? ক. নবীন চন্দ্র সেন খ. মওলানা আকরাম খাঁ গ. গিরিশ চন্দ্র সেন ঘ. মুহম্মদ হাবিবুর রহমান ৩. বাংলা সাহিত্যের ‘ভোরের পাখি’ বলা হয় কাকে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. বিহারী লাল চক্রবর্তী ঘ. রাজশেখর বসু ৪. কোন বানানটি শুদ্ধ? ক. বিভিষীকা খ. বীভিষিকা গ. বীভিষীকা ঘ. বিভীষিকা ৫. ‘চিনি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক. জাপানি খ. চীনা গ. পর্তুগিজ ঘ. ফার্সি ৬. ‘শিষ্টাচার’-এর সমার্থক শব্দ কোনটি? ক. সততা খ. নিষ্ঠা গ. সংযম ঘ. সদাচার ৭. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহূত? ক. বিপরীত খ. বিকৃত গ. অভাব ঘ. নিকৃষ্ট ৮. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে? ক. আল মাহমুদ খ. আসাদ চৌধুরী গ. আবু বকর সিদ্দিকী ঘ. শওকত ওসমান ৯. ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রকাশিত হয় কোন সালে? ক. ১৮৭২ সালে খ. ১৮৮৫ সালে গ. ১৯০১ সালে ঘ. ১৯১০ সালে ১০. ‘মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা’-এর রচয়িতা কে? ক. রামনিধি গুপ্ত খ. শাহ মুহম্মদ সগীর গ. সত্যেন্দ্রনাথ দত্ত ঘ. অতুল প্রসাদ সেন ১১. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহূত হয়েছে? ক. আমি ভাত খেয়ে স্কুলে যাব খ. আমি ভাত খাচ্ছি গ. আমি দুপুরে ভাত খাই ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ ১২. ‘যা পূর্বে ছিল, এখন নেই’ এক কথায় কি বলে? ক. অপূর্ব খ. অদৃষ্ট পূর্ব গ. ভূতপূর্ব ঘ. অভূতপূর্ব ১৩. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? ক. ১৮৬১ খ. ১৯৬১ গ. ১৮৭২ ঘ. ১৯৮১ সাল। ১৪. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিচের কোন কাব্যের উপজীব্য? ক. নুরনাম খ. জিঞ্জীর গ. সাত সাগরের মাঝি ঘ. দিলরুবা ১৫. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে? ক. আলওল খ. ফকীর গরীবুল্লাহ গ. সৈয়দ আমজা ঘ. মজনু শাহ ১৬. বর্ণ কি? ক. ধ্বনি নির্দেশক প্রতীক খ. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ গ. শব্দের ক্ষুদ্রতম অংশ ঘ. এক সঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ ১৭. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? ক. বসন্ত কুমারী খ. আয়না গ. মেঘনাদ বধ কাব্য ঘ. রক্তকরবী ১৮. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক. হিম খ. শীতল গ. শৈত্য ঘ. উত্তাপ ১৯. ‘ইচ্ছা’ বিশেষ্যর বিশেষণটি নির্দেশ কর? ক. ইচ্ছাময় খ. ঐচ্ছিক গ. ইচ্ছুক ঘ. অনিচ্ছা ২০. সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে? ক. সিকান্দর আবু জাফর খ. বিনয় ঘোষ গ. রাহাত খান ঘ. তফাজ্জল হোসেন। মডেল টেস্ট-২ ১. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? ক. অগ্রপথিক খ. প্রলয়োল্লাস গ. বিদ্রোহী ঘ. ধূমকেতু ২. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর।

ক. রত্ন+কর খ. রত্না+কর গ. রত্না+আকর ঘ. রত্ন+আকর ৩. কোনটিতে বিদেশি উপসর্গ ব্যবহূত হয়েছে? ক. আনমা খ. নিমরাজি গ. অবহেলা ঘ. নিখুঁত ৪. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথের— ক. কবিতার নাম খ. গল্পের নাম গ. নাটকের নাম ঘ. উপন্যাসের নাম ৫. কোন বানানটি শুদ্ধ? ক. মুমুর্ষূ খ. মুমূর্ষু গ. মুমূর্ষূ ঘ. মূমুর্ষ ৬. ‘চা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক. চীনা খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. তামিল ৭. মধুসূদন রচিত ‘বীরাঙ্গনা’— ক. পাত্র কাব্য খ. মহাকাব্য গ. গল্প ঘ. গীতিকাব্য ৮. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত— ক. সমাজপতি খ. রাজনীতিবিদ গ. ভাষাতত্ত্ববিদ ঘ. বিজ্ঞানী ৯. শুদ্ধ বাক্য কোনটি? ক. দুর্বলবশত: অনাথিনী বসে পড়ল খ. দুর্বলতাবশত: অনাথিনী বসে পড়ল গ. দুর্বলতাবশত: অনাথা বসে পড়ল ঘ. দুর্বলবশত: অনাথা বসে পড়ল ১০. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা কে? ক. মো. আব্দুল হাই খ. মওলানা আকরাম খাঁ গ. শওকত ওসমান ঘ. জসিমউদ্দীন ১১. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে— ক. পদ খ. শব্দ গ. কারক ঘ. সন্ধি ১২. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা কে? ক. শরৎচন্দ্র খ. রবীন্দ্রনাথ গ. তারাশংকর ঘ. বঙ্কিম চন্দ্র ১৩. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ক. দৌলত কাজী খ. আব্দুল হাকিম গ. সৈয়দ হামজা ঘ. ভারতচন্দ্র ১৪. ‘সূর্য’-এর প্রতিশব্দ কোনটি? ক. আদিত্য খ. শশাংক গ. চন্দ্র ঘ. সুধাংশু ১৫. সমাস ভাষাকে— ক. বিস্তৃত করে খ. অর্থবোধক করে গ. সংক্ষেপ করে ঘ. কিছুই করে না ১৬. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সহজেই করে? ক. নরম নরম হাত খ. উড়ু উড়ু মন গ. ছিঃ ছিঃ কী করছ? ঘ. পাকা পাকা আম ১৭. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহূত হয়েছে? ক. তিনিই সমাজের মাথা খ. মাথা খাটিয়ে কাজ করবে গ. লজ্জায় মাথা কাটা গেল ঘ. মাথা নেই তার মাথাব্যথা ১৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে? ক. কাজী নজরুল ইসলাম খ. আলতাফ মাহমুদ গ. হাসান হাফিজুর রহমান ঘ. আব্দুল গাফ্ফার চৌধুরী ১৯. কোন প্রবচন বাক্যটি ব্যবহারিক দিক থেকে সঠিক? ক. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট খ. নাচতে না জানলে উঠান ভাঙা গ. যত গর্জে তত বর্ষে না ঘ. যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয় ২০. ‘বৈরাগ্য সাধনে—সে আমার নয়। ’ শূন্যস্থান পূরণ করো। ক. আশ্বাস খ. বিশ্বাস গ. মুক্তি ঘ. আনন্দ। বাংলা মডেল টেস্ট-৩ ১। ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক. পর্তুগিজ খ. ইংরেজি গ. আরবি ঘ. ওলন্দাজ ২।

‘কবর’ নাটকটির লেখক— ক. জসীমউদ্দীন খ. মুনীর চৌধুরী গ. কাজী নজরুল ইসলাম ঘ. আসাদ চৌধুরী ৩। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়— ক. প্রত্যয় খ. ধাতু গ. বিভক্তি ঘ. সমাস ৪। কোন বানানটি শুদ্ধ? ক. পাসান খ. পাশান গ. পাষাণ ঘ. পাষান ৫। কোনটি শুদ্ধ বাক্য? ক. একটা গোপনে কথা বলি খ. একটা গুপ্ত কথা বলি গ. একটি গোপন কথা বলি ঘ. একটা গোপনীয় কথা বলি ৬। বেগম রোকেয়ার রচনা কোনটি? ক. আয়না খ. অবরোধবাসিনী গ. লাল সালু ঘ. কবর ৭।

‘চাচা কাহিনী’র লেখক কে? ক. সৈয়দ শামসুল হক খ. সৈয়দ মুজতবা আলী গ. মুনীর চৌধুরী ঘ. হুমায়ুন আজাদ ৮। ক্ষমার যোগ্য-এর বাক্য সংকোচন কোনটি? ক. ক্ষমা খ. ক্ষমাপ্রদ গ. ক্ষমার্হ ঘ. ক্ষমাপ্রার্থী ৯। ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি? ক. বিস্ময় খ. নির্ভয় গ. দ্বিধা ঘ. প্রত্যয় ১০। ‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা? ক. মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঘ. বিহারীলাল চক্রবর্তী ১১। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? ক. ইউসুফ জুলেখা খ. রসুল বিজয় গ. নূরনামা ঘ. শবেমেরাজ ১২।

‘বীরবল’ কার ছদ্মনাম? ক. প্রমথ চৌধুরী খ. প্রেমেন্দ্র মিত্র গ. রাজশেখর বসু ঘ. প্রমথনাথ বিশী ১৩। কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহূত হয়? ক. আট কপালে খ. ছা-পোষা গ. উড়নচণ্ডী ঘ.অমাবস্যার চাঁদ ১৪। ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ— ক. অরাজক দেশ খ. চির অশান্তি গ. অনিষ্টে ইষ্ট লাভ ঘ. সামান্য ঝগড়া ১৫। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. প্যারীচাঁদ মিত্র গ. দীনবন্ধু মিত্র ঘ. প্রমথ নাথ বিশী ১৬। বাংলা লিপির উৎস— ক. চীনা লিপি খ. বাংলা লিপি গ. ব্রাহ্মী লিপি ঘ. আরবি লিপি ১৭।

কোনটি বিশেষণ বাক্যের শব্দ? ক. জীবন খ. জীবনী গ. জীবাণু ঘ. জীবিকা ১৮। মৌলিক শব্দ কোনটি? ক. গোলাপ খ. শীতল গ. নেয়ে ঘ. গৌরব ১৯। যে ভূমিতে ফসল জন্মায় না— ক. ঊষর খ. পতিত গ. বন্ধ্যা ঘ. অনুর্বর ২০। ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের? ক. জোহরা খ. লাল সালু গ. আলালের ঘরের দুলাল ঘ. মৃত্যুক্ষুধা মডেল টেস্ট-৪ ১। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? ক. শবপোড়া খ. শবদাহ গ. শবমড়া ঘ. মড়াদাহ ২।

‘চাবি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক. ফারসি খ. ইংরেজি গ. পর্তুগিজ ঘ. ওলন্দাজ ৩। বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? ক. বিষ্ণু দে খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. বুদ্ধদেব বসু ঘ. সত্যেন সেন ৪। ‘যা বলা হয়নি’ এক কথায় কি বলে? ক. অউক্ত খ. অব্যক্ত গ. অনুক্ত ঘ. বলা হয়নি ৫। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ক. ঠলী খ. পানাস গ. পাঠক ঘ. সেলামি ৬। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? ক. নাটক খ. প্রবন্ধ গ. গীতিকবিতা ঘ. ছোটগল্প ৭।

‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা? ক. গৃহদাহ খ. মৃত্যুক্ষুধা গ. চোখের বালি ঘ. কৃষ্ণকান্তের উইল ৮। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে? ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. দৌলত কাজী গ. ড. হুমায়ুন আজাদ ঘ. আবুল মনসুর আহমদ ৯। কোনটি শুদ্ধ? ক. সৌজন্ন খ. সৌজন্নতা গ. সৌজন্য ঘ. সৌজন্যতা ১০। ‘অর্ধচন্দ্র’-এর অর্থ— ক. অর্ধেক খ. দ্বিতীয় গ. অমাবস্যা ঘ. গলাধাক্কা ১১। ‘এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে, সেখানে আমি কাঁদতে আসিনি’-এর রচয়িতা কে? ক. জহির রায়হান খ. কবীর চৌধুরী গ. মাহবুব আলম চৌধুরী ঘ. সত্যেন সেন ১২. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি কে? ক. শাহ মোহাম্মদ সগীর খ. শেখ ফয়জুল্লাহ গ. মুহম্মদ কবীর ঘ. জসীমউদ্দীন ১৩।

নিচের শব্দগুলোর মধ্যে কোন দুটি বানানই শুদ্ধ? ক. হাতি/হাতী খ. নারি/নারী গ. জাতি/জাতী ঘ. দাদি/দাদী ১৪। রূপসী বাংলার কবি বলা হয় কাকে? ক. কালিদাস রায় খ. দাউদ হায়দার গ. জীবনানন্দ দাশ ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত ১৫। শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির’—এই অংশটুকুর মূল প্রতিপাদ্য— ক. প্রতিদিন খ. প্রত্যুপকার গ. অকৃতজ্ঞতা ঘ. অসহিষ্ণুতা ১৬। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ক. ওরা কী করে খ. আপনি আসবেন গ. তোরা খাসনে ঘ. আমরা যাচ্ছি ১৭। কোনটি ঐতিহাসিক নাটক? ক. শর্মিষ্ঠা খ. রাজসিংহ গ. পলাশীর যুদ্ধ ঘ. রক্তাক্ত প্রান্তর ১৮।

মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কিসে? ক. মহাকাব্যে খ. নাটকে গ. উপন্যাসে ঘ. সনেটে ১৯। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের প্রধান উপজীব্য কি? ক. মাঝি মাল্লার সংগ্রামী জীবন খ. পাহাড়ি জনগণের জীবন গ. জেলেজীবনের বিচিত্র সুখ-দুঃখ ঘ. চাষিজীবনের করুণ চিত্র ২০। ‘বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? ক. বকধার্মিক, বেড়ালতপস্বী খ. রুই-কাতলা, কেউকেটা গ. বকধার্মিক, ভিজে বেড়াল, ঘ. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম  ইংরেজি মডেল টেস্ট-৫ Choose the best option to fill in the blanks: 1. Mr. Shibly has returned— (a) a wallet back to its original owner (b) to its original owner the wallet (c) the wallet to its originally owner (d) the wallet to its original owner 2. —no many people been out of work as today. (a) More than ever before (b) Never before have (c) In the past, there never have (d) Formerly there never were 3. Having finished lunch— (a) the detectives began to discuss the case (b) the case was discussed again by the detectives. (c) they discussed the case (d) a burch of detectives discussed the case 4. Abu was dismissed from his position— (a) because his financial records were improperly. (b) because finance wise he kept poor records (c) for keeping improper financial records (d) for keep financial records the were improper. 5. Because the first pair of pants did not fit properly, he asked for— (a) another pants (b) other pants (c) the other ones (d) another pair. 6. The committee has met and— (a) they have reached a decision (b) it has formulated themselves some opinion (c) its decision was reached at (d) it has reached a decision. 7. California relies heavily on in come from fruit crops, and— (a) Florida also (b) Florida too (c) Florida is as well (d) So does Florida 8. There has not been a great response to the sale—? (a) does there (b) hasn’t there (c) hasn’t it (d) has there. 9. She wanted to serve some coffee to her guests however—? (a) She hadn’t many sugar (b) There was not a great amount of the sugar (c) She did not have much sugar (d) She was licking in amount of the sugar 10. Mahjabeen was one—. (a) of the happy child of his class. (b) of the happiest child in the class (c) child who was the happiest of all the class (d) of the happiest children in the class. 11. The Changes in this city have occurred (a) with swiftness (b) rapidly (c) fastly (d) in rapid ways. 12. It is very difficult to stop the cultivation of marijuana because— (a) it grows very carelessly (b) of it’s growth without attestation (c) it grows well with little care (d) it doesn’t care much to grow 13. Mr. Mahbub is a noted chemist— (a) as well as an effective teacher (b) and too a very efficient teacher (c) but he teaches very good in addition (d) however he teaches very good also. 14. Manufactures often sacrifice quality— (a) for a larger profit margin (b) in place of to earn more money (c) to gain more quantities of money (d) and instead earn a bigger amount of profit 15. Automobile Production in the United states— (a) have taken slumps and rises in recent years (b) has been rather erratic recently (c) has been erratically lately (d) are going up and all the time 16. The attorney told his client that— (a) they had little chance of winning the case (b) the case was of a small chance to win (c) it was nearly impossible to win him the case (d) the case had a minimum chance to be won by him. 17. One of the professor is greatest attributes is— (a) when he gives lectures (b) how in the manner that he lectures (c) the way to give lectures (d) his ability to lecture. 18. —was the day before yesterday. (a) The Frances Independence Day (b) The day of the France Independence (c) French’s Independence Day (d) France’s Independence Day 19. —received law degrees as today. (a) Never so many women have (b) Never have so many women. (c) The women aren’t ever (d) Women who have never. 20. Here — notebook and report that I promised you last week. (a) is the (b) are the (c) was the (d) has been a. ইংরেজি মডেল টেস্ট-৬ 1. Which one is the best alternative to complete the sentence? `He - to see us if he had been able to.’ a. would come b. would have come c. will come d. may come 2. He has been ill since Friday. The tense form is- a. Present perfect b. Present perfect continuous c. Past perfect d. past simple 3. `Justice delayed is justice denied’ was stated by- a. Dicreali b. Emerson c. Gladstone d. Shakespeare 4. What is the noun form of `wise’? a. wise b. wisely c. wisdom d. wiser 5. Which one is the right form of verbs of the following sentence? We (not have) a holiday since the beginning of the year. a. did not have b. have not had c. are not having d. had not had 6. I have never seen such a slow coach like you, this small work has taken you three full months. Here `a slow coach’ means... a. an irresponsible person b. a careless person c. an unthoughtful person d. a very lazy person 7. `Paradise Lost’ attempted to — a. Justify the ways of man to God b. Justify the ways of God to man c. Show that the Satan and God have equal power. d. Explain why good and evil are necessary. 8. The Invention of computer has turned over ‘a new leaf’ in the history of modern technology. — Which of the following is nearest in meaning to the italicized idiom above? a. created a new history b. began a new civilization. c. opened a new chapter d. created a sensation. 9. Can you tell me where — ? — Which of the following is the best clause in the above sentence? a. Does Mr. Ali live b. Mr. Ali does live c. Mr. Ali lives d. Lives Mr. Ali 10. Now a days many villages are lit — electricity. a. with b. by c. from d. on 11. What kind of man is quite the opposite type of `supercilious’? a. affable b. haughty c. disdainful d. wicked 12. How many eggs have your hens — this month? — Which of the following words best completes the above sentence? a. lain b. laid c. lay d. laid 13. Which of the following is a correct sentence? a. He was too clever not to miss the point b. He was so clever to miss the point. c. He was to clever too miss the point. d. He was clever to grasp the point. 14. Who of the following was both a poet and Painter? a. Keats b. Donne c. Blake d. Spenser 15. People always remember patriots. — Which of the following is the best passive form of the above sentence? a. The Patriots will always be remembered by people. b. The patriots are always being remembered. c. People are always remembered by the patriots. d. Patriots are always remembered by the people. 16. Which of the following sentence is correct? a. That shirt which he bought is blue in colour. b. That shirt that which he bought is blue in colour.c. Which shirt he bought is blue in colour. d. The shirt which he bought is blue in colour. 17. `Bill of fare’ is — a. a chart of bus fare b. a price list c. a valuable document d. a list of dishes at a restaurant 18. `Razzmatazz’ means — a. a musical instrument b. a well-planned programme c. a noisy activity d. a musical drama 19. The opposite word of `sluggish’ a. animated b. dull c. heavy d. slow 20. The word `Euphemism’ means — a. stating on thing like another b. description of a disagreeable thing by an agreeable name c. contrast of words is made in the same sentence d. a statement is made emphatic by overstatement. ইংরেজি মডেল টেস্ট-৭ 1. One should be careful about — day. a. his b. had c. were d. one’s 2. Three fourth of the work — finished. a. have been b. had c. has been d. were. 3. The children studied in a classroom — windows were never opened . a. that b. which c. where d. whose. 4. A reward has been announced for the employees who — hard. a. have worked b. has worked c. will work d. have had worked. 5. If a substance is cohesive, it tends to — a. retain heat b. bend without too much difficulty c. stick together. d. break easily. 6. If a ruby is heated it — temporarily loose its colour. a. would b. will c. does d. has. 7. ‘To read between the lines’ means — a. To read carefully b. To read only some lines. c. To read quickly to save time. 8. The correct sentence of the following — a. The Nile is largest river in Africa. b. The Nile is longest river in the Africa c. Nile is longest river in Africa. d. The Nile is the longest river in Africa. 9. A fantasy is — a. an imaginary story b. a funny film c. a history record d. a real life event. 10. Shakespeare is known mostly for his — a. poetry b. novels c. auto biography d. plays. 11. A Person who writes about his own life — a. a chronicle b. an autobiography c. a diary d. a biography. 12. Which of the following sentences is correct? a. I forbade him from going. b. I forbade him to go. c. I forbade him going. d. I forbade him not to go. 13. Who wrote ‘Beauty is truth, truth is beauty’? a. Shakespeare b. Wordsworth c. Keats d. Eliot 14. The word ‘Ecological’ is related to — a. atmosphere b. pollution c. environment d. demography 15. What is the antonym of famous? a. Opaque b. illiterate c. obscure d. immature 16. The word plurality means — a. The letter ‘s’ b. Men and women c. Chaos and confusion d. The holding of more than one office at one line. 17. What is the full name of the great American short story writer O’ Henry? a. Walt Whitman b. William Sydeney Porder c. Mark Twain d. Marjorel Kiman Rawlings. 18. It is too difficult to ‘tolerate’ bad temper for long. Which of the following phrases does best replace ‘tolerate’ in the above sentence? a. cope up with b. put up with c. stand up for d. pull on with. 19. We — a holiday since the grammar is not to understand. Which of the following does best fit in the blank space? a. did not have b. have not had. c. are not having d. had not had. 20. The literacy work ‘Kublai Khan’ is — a. a history by Vinced Smith b. a verse by Cole ridge c. a drama by Oscar Wilde. d. a short story by Somerset Maugham. বাংলাদেশ বিষয়াবলি মডেল টেস্ট-৮ ১. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়— (ক) ১৭০০ সালে (খ) ১৭৫০ সালে (গ) ১৭৮০ সালে (ঘ) ১৭৯৩ সালে। ২। কার সময়ে বাংলা নববর্ষ চালু করা হয়— (ক) বিজয় সেন (খ) সম্রাট আকবর (গ) লক্ষ্মণ সেন (ঘ) মহীপাল ৩।

শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত? (ক) কিশোরগঞ্জে (খ) বগুড়ায় (গ) নেত্রকোনায় (ঘ) মহাস্থানে ৪। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় কত সালে? (ক) ১৬১০ (খ) ১৯৪৭ (গ) ১৯৫৭ (ঘ) ১৯৭১ ৫। ‘বাসস’ কী? (ক) সার কারখানা (খ) সংবাদ সংস্থা (গ) এনজিও (ঘ) খেলা ৬। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? (ক) পদ্মা (খ) মেঘনা (গ) যমুনা (ঘ) মধুমতী ৭। বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়? (ক) সিলেটে (খ) নোয়াখালীতে (গ) কুমিল্লায় (ঘ) রংপুরে ৮।

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? (ক) ১০০ (খ) ১৫০ (গ) ২০০ (ঘ) ২৫০ ৯। হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কোন সালে? (ক) ১৯৮৫ (খ) ১৯৮৬ (গ) ১৯৮৭ (ঘ) ১৯৮৮ সালে। ১০। তুলাচাষের জন্য সবচেয়ে উপযোগী জেলা কী ক) যশোর (খ) রংপুর (গ) কক্সবাজার (ঘ) ফরিদপুর ১১। বরিশালের প্রাচীন নাম— (ক) সন্দ্বীপ (খ) জালালাবাদ (গ) চন্দ্রদ্বীপ (ঘ) নাসিরাবাদ ১২।

ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তনগর ট্রেনের নাম কী? (ক) এগারসিন্ধুর (খ) পারাবত (গ) পাহাড়িকা (ঘ) লালমণি ১৩. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? (ক) হাইল (খ) হাকালুকি (গ) করচার হাওর (ঘ) ছায়ার হাওর ১৪. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে ছিলেন? (ক) নুরুল আমীন (খ) মোহাম্মদ আলী জিন্নাহ (গ) খাজা নাজিমুদ্দীন (ঘ) এ কে ফজলুল হক ১৫. পূর্ববঙ্গ জমিদারি বিলোপ ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয়— (ক) ১৯৫০ সালে (খ) ১৯৫২ সালে (গ) ১৯৫৫ সালে (ঘ) ১৯৫৭ সালে। ১৬. ছয়দফা প্রণীত হয় কোন সালে? (ক) ১৯৬০ (খ) ১৯৬৫ (গ) ১৯৬৬ (ঘ) ১৯৬৯ সালে। ১৭. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? (ক) নভেরা আহমেদ (খ) হামিদুর রহমান (গ) লুই আই কান (ঘ) মঈনুল হোসেন। ১৮. সর্বশেষ উপজেলা নির্বাচন হয়েছে ২০০৯ সালের— (ক) ২২ জানুয়ারি (খ) ২২ ফেব্রুয়ারি (গ) ১ মার্চ (ঘ) ২২ জুন ১৯. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? (ক) মেঘনা (খ) শীতলক্ষ্যা (গ) যমুনা (ঘ) বুড়িগঙ্গা ২০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল— (ক) সিপাহী (খ) ল্যান্সনায়েক (গ) মেজর (ঘ) ক্যাপ্টেন। বাংলাদেশ বিষয়াবলি মডেল টেস্ট-৯ ১. বাংলাদেশে বর্তমানে উপজেলা পরিষদ কয়টি? (ক) ৪০০ (খ) ৪২০ (গ) ৪৫১ (ঘ) ৪৮১ ২. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় অবস্থিত? (ক) সিলেট (খ) খুলনা (গ) চাঁপাইনবাবগঞ্জ (ঘ) কুষ্টিয়া ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়— (ক) ১৯৭০ সালে (খ) ১৯৬৯ সালে (গ) ১৯৫৩ সালে (ঘ) ১৯২১ সালে ৪. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোনো স্থানে অবস্থিত? (ক) ময়নামতি (খ) বিক্রমপুর (গ) পাহাড়পুর (ঘ) মহাস্থানগড় ৫. মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ পদক পেয়েছেন কতজন? (ক) পাঁচজন (খ) সাতজন (গ) নয়জন (ঘ) ১১৫ জন ৬. ব্রহ্মপুত্র নদের উত্পত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে? (ক) মানস (খ) কৈলাস (গ) রবাইল (ঘ) কাঞ্চনজংঘা ৭. পাবনা ও নাটোর জেলায় অবস্থিত— (ক) হাকালুকি হাওর (খ) গারো পাহাড় (গ) চলনবিল (ঘ) সুন্দরবন ৮. জিয়াউর রহমান মেডিকেল কলেজ কোন জেলায় অবস্থিত? (ক) ফেনী (খ) বগুড়া (গ) সিলেট (ঘ) চট্টগ্রাম ৯. চীনামাটি পাওয়া যায় বাংলাদেশের— (ক) রানীগঞ্জে (খ) বিজয়পুরে (গ) টেকেরহাটে (ঘ) মধুপুরে ১০. কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে? (ক) মূল মধ্যরেখা (খ) মকরক্রান্তি রেখা (গ) আন্তর্জাতিক তারিখ রেখা (ঘ) কর্কট ক্রান্তিরেখা ১১. বিকেএসপি কোথায় অবস্থিত? (ক) সাভারে (খ) মুন্সিগঞ্জে (গ) গোপালগঞ্জে (ঘ) মানিকগঞ্জে ১২. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী? (ক) ৫:৬ (খ) ১০:৬ (গ) ১২:৫ (ঘ) ৯:৫ ১৩. ইসলামি উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে— (ক) অল্প সুদে (খ) বিনাসুদে (গ) অতি সামান্য সুদে (ঘ) স্বাভাবিক সুদে ১৪. শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়— (ক) ২৬ মার্চ (খ) ২১ ফেব্রুয়ারি (গ) ১৪ ডিসেম্বর (ঘ) ১৬ ডিসেম্বর ১৫. কোন মোগল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’? (ক) বাবর (খ) হুমায়ুন (গ) আকবর (ঘ) জাহাঙ্গীর ১৬. পূর্বাশা দ্বীপের অপর নাম— (ক) নিঝুম দ্বীপ (খ) সেন্টমার্টিন দ্বীপ (গ) দক্ষিণ তালপট্টি (ঘ) কুতুবদিয়া ১৭. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল— (ক) ইংরেজরা (খ) ওলন্দাজরা (গ) ফরাসিরা (ঘ) পর্তুগিজরা ১৮. পাখি ছাড়া ‘বলাকা ও ‘দোয়েল’ বাংলাদেশের দুইটি উন্নত জাতের (ক) গমশস্য (খ) ধানশস্য (গ) ভুট্টাশস্য (ঘ) ইক্ষু ১৯. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের— (ক) ১০ এপ্রিল (খ) ১৭ এপ্রিল (গ) ১৪ ডিসেম্বর (ঘ) ১৬ ডিসেম্বর ২০. রাজশাহী অঞ্চলের লোকসংগীত কোনটি? (ক) ধামাইল (খ) গম্ভীরা (গ) জারিগান (ঘ) ভাটিয়ালি।

বাংলাদেশ বিষয়াবলিমডেল টেস্ট-১০ ১। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? ক. ১৯২১ খ. ১৯২৩ গ. ১৯৫৩ ঘ. ১৯৬৯ ২। উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে— ক. জামালগঞ্জে খ. বিজয়পুরে গ. কক্সবাজারে ঘ. জকিগঞ্জে ৩। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ পুনঃপ্রবর্তন করা হয়— ক. ২০০৮ সালে খ. ২০০৭ সালে গ. ২০০৯ সালে ঘ. ২০১০ সালে। ৪।

মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? ক. গঙ্গা খ. ব্রহ্মপুত্র গ. করতোয়া ঘ. মহানন্দা। ৫। ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন কোনটি? ক. এগার সিন্ধুর খ. জয়ন্তিকা গ. উপবন ঘ. লালমনি ৬। দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অবস্থিত? ক. কুড়িগ্রাম খ. নীলফামারী গ. ঠাকুরগাঁ ঘ. লালমনিরহাট ৭। ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়? ক. ইউরিয়া খ. টিএসপি গ. পটাশ ঘ. অ্যামোনিয়া সালফেট ৮।

মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দের্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ? ক. ১৮ খ. ২০ গ. ২৩ ঘ. ১৫ ৯। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের— ক. ১০ অক্টোবর খ. ১২ অক্টোবর গ. ১৪ ডিসেম্বর ঘ. ১৬ ডিসেম্বর। ১০। বাংলাদেশে সরকারি জাহাজনির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত? ক. নারায়ণগঞ্জ খ. চট্টগ্রাম গ. সিলেট ঘ. খুলনা ১১। ‘পুনর্ভবা’ কোন নদীর উপনদী? ক. মহানন্দা খ. ভৈরব গ. মেঘনা ঘ. কর্ণফুলী ১২. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী।

’ এটি কার ঘোষণা? ক. তিতুমীর খ. দুদুমিয়া গ. ফকির মজনু শাহ ঘ. হাজী শরীয়ত উল্লাহ ১৩। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? ক. পঞ্চগড় খ. দিনাজপুর গ. নেত্রকোনা ঘ. লালমনিরহাট। ১৪। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান— ক. সপ্তম খ. নবম গ.দশম ঘ. পঞ্চম ১৫. হিমছড়ি কোন শহরের কাছে অবস্থিত? ক. চট্টগ্রাম খ. খুলনা গ. কক্সবাজার ঘ. সিলেট ১৬। বাংলার রাজধানী ঢাকা থেকে স্থানান্তর করেন— ক. সিরাজউদ্দৌলা খ. মুর্শিদকুলী খাঁ গ. ইসলাম খান ঘ. শায়েস্তা খান।

১৭। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? ক. মন্ত্রী খ. সচিব গ. যুগ্মসচিব ঘ. সহকারী সচিব। ১৮। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম— ক. জিনজিরা খ. সোনাদিয়া গ. কুতুবদিয়া ঘ. নিঝুমদ্বীপ ১৯। লোকশিল্প জাদুঘরটি অবস্থিত— ক. ঢাকায় খ. সোনারগাঁয় গ. কুতুবদিয়ায় ঘ. নিঝুম দ্বীপে।

২০। ইউনিয়ন পরিষদের সদস্যসংখ্যা কত? (চেয়ারম্যানসহ) ক. ১১ জন খ. ১২ জন গ. ১৩ জন ঘ. ১৫ জন। বাংলাদেশ বিষয়াবলি মডেল টেস্ট-১১ ১। যমুনা নদী কোন নদীতে পতিত হয়েছে? ক. পদ্মা খ. মেঘনা গ. ব্রহ্মপুত্র ঘ. শীতলক্ষ্যা ২। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? ক. পঞ্চগড় খ. নীলফামারী গ. জয়পুরহাট ঘ. কিশোরগঞ্জ ৩।

ফরায়েজী আন্দোলনের মূল নেতা কে? ক. হাজী শরীয়ত উল্লাহ খ. তিতুমীর গ. বঙ্গবন্ধু ঘ. দুদুমিয়া ৪। দেশের সংবিধান প্রবর্তিত হয়— ক. ১৪ ডিসেম্বর খ. ১৬ ডিসেম্বর গ. ১৮ ডিসেম্বর ঘ. ২০ ডিসেম্বর। ৫। তারা মসজিদ নির্মাণ করেছেন— ক. শায়েস্তা খান খ. ইসলাম খান গ. নবাব সলিমুল্লাহ ঘ. মাজেদ সর্দার ৬। মিশুকের স্থপতি কে? ক. মোস্তফা মনোয়ার খ. হামিদুজ্জামান খান গ. মঈনুল হোসেন ঘ. শামীম সিকদার ৭।

স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন হয় ১৯৭১ সালের— ক. ২ মার্চ খ. ৩ মার্চ গ. ৭ মার্চ ঘ. ২৬ মার্চ ৮। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে? ক. ফখরুদ্দিন মোবারক শাহ খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ গ. আকবর ঘ. ঈসা খাঁ ৯। বাংলায় পাল শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক. দেবপাল খ. ধর্মপাল, গ. গোপাল ঘ. রামপাল ১০। জাতীয় সংসদ ভবন কোন থানায় অবস্থিত? ক. শেরে বাংলা নগর থানা খ. তেজগাঁও থানা গ. মোহাম্মদপুর থানা ঘ. আদাবর থানা ১১। মৌর্য ও গুপ্ত শাসনাধীন বাংলার রাজধানী ‘পুন্ড্রনগর’ কোথায় ছিল? ক. বগুড়ায় খ. কুমিল্লায় গ. রাজশাহীতে ঘ. পাহাড়পুরে ১২।

ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ক. ১৫ কিলোমিটার খ. ১৬ কিলোমিটার গ. ১৫.৫ কিলোমিটার ঘ. ১৬.৫ কিলোমিটার ১৩। নিচের কোন উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? ক. গারো খ. খাসিয়া গ. মারমা ঘ. সাঁওতাল ১৪। চন্দ্রঘোনা কাগজের কলের প্রধান কাঁচামাল— ক. বাঁশ খ. নলখাগড়া গ. আখের ছোবড়া ঘ. জারুলগাছ ১৫। আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কে? ক. জয়নুল আবেদিন খ. কামরুল হাসান গ. হাশেম খান ঘ. নিতুন কুণ্ডু ১৬। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? ক. নাফ খ. কর্ণফুলী গ. ভাগীরথী ঘ. পদ্মা ১৭।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তৈরিতে কোন দেশ আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে? ক. জাপান খ. যুক্তরাষ্ট্র গ. ফ্রান্স ঘ. চীন ১৮। প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? ক. ২৫ বছর খ. ৩০ বছর গ. ৩৫ বছর ঘ. ৪০ বছর ১৯। বাঙালি জাতির আদি পুরুষ কারা? ক. মোঙ্গল খ. অস্ট্রিক গ. বাঙালি ঘ. ইংরেজ ২০। আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? ক. ১২৩টি খ. ১৫৩টি গ. ১৬৪টি ঘ. ১৭৩টি। বাংলাদেশ বিষয়াবলি মডেল টেস্ট-১২ ১।

কত সালে বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? ক) ১৭৬৪ সালে খ) ১৭৬১ সালে গ) ১৮৬৫ সালে ঘ) ১৮৬২ সালে। ২। তিতুমীরের প্রধান সেনাপতি কে ছিলেন? ক) গোলাম মাসুম খ) মীর কাশিম গ) ফয়েজ খাঁ) ঘ) মীর হামিদ। ৩। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক কত সালে প্রকাশিত হয়েছিল? ক) ১৮৬০ সালে খ) ১৭৬০ সালে গ) ১৮৫০ সালে ঘ) ১৮৬৫ সালে।

৪। ১৮২৩ সালে সংবাদপত্র বিধি পাসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন কে? ক) রাজা রামমোহন রায় খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) তফাজ্জল হোসেন মানিক মিয়া ঘ) নওয়াব আবদুল লতিফ। ৫। ১৯০৩ সালে কে বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেন? ক) লর্ড কার্জন খ) সম্রাট পঞ্চম জর্জ গ) বড়লাট লর্ড হার্ডিঞ্জ ঘ) ছোটলাট ব্যামফিল্ড ফুলার। ৬।

শেরেবাংলা এ কে ফজলুল হকের মন্ত্রিসভা কত সালে বঙ্গীয় কৃষি-খাতক আইন প্রণয়ন করে? ক) ১৯৩৫ সালে খ) ১৯৩৮ সালে গ) ১৯২৮ সালে ঘ) ১৯২৪ সালে। ৭। ‘মৌলিক গণতন্ত্র’ নামে এক অভিনব ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? ক) ইস্কান্দর মির্জা খ) জেনারেল আইয়ুব খান গ) এ কে ফজলুল হক ঘ) শহীদ সোহরাওয়ার্দী। ৮। শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি কত সালে পেশ করেন? ক) ১৯৬৫ সালের ৭ ফেব্রুয়ারি খ) ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি গ) ১৯৬০ সালের ১৮ জানুয়ারি ঘ) ১৯৬৯ সালের ২ মার্চ।

৯। পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ কোনটি? ক) অস্ট্রেলিয়া খ) বাংলাদেশ গ) নিউজিল্যান্ড ঘ) সুমাত্রা। ১০। বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? ক) হিমালয় পাদদেশে খ) রাজশাহী বিভাগে গ) খুলনার সুন্দরবন অঞ্চলে ঘ) মধুপুর গড়ে। ১১।

‘তিতাস’ কোন নদীর উপনদী? ক) যমুনার খ) মেঘনার গ) ব্রহ্মপুত্রের ঘ) ধলেশ্বরীর। ১২। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ অর্জন করেছে? ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে। ১৩। বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মানের অন্যতম কারণ কী? ক) স্বল্প আয় খ) বেকারত্বের হার বেশি গ) শিল্পায়নের অভাব ঘ) দারিদ্র্যের দুষ্ট চক্র।

১৪। বাংলাদেশের জন্মের পর কত সালে দ্বিতীয় আদমশুমারি পরিচালিত হয়েছিল? ক) ১৯৮১ সালে খ) ১৯৯১ সালে গ) ১৯৭৩ সালে ঘ) ২০০১ সালে। বাংলাদেশ বিষয়াবলি মডেল টেস্ট-১২ প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, গতকালের পর আজ মডেল টেস্ট ১২-এর বাকি অংশ ছাপা হলো। সঠিক উত্তর নিচে দেওয়া হলো। ১৫।

বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? ক) রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জে খ) সিলেটের লালখানে গ) রাজশাহীর লালপুরে ঘ) খুলনার কেশবপুরে? ১৬। পৃথিবীর অন্যতম গরান বৃক্ষের বনভূমি কোনটি? ক) সুন্দরবন খ) শালবন গ) তুন্দ্রা বন ঘ) আমাজান বন। ১৭। ‘পাটবলয়’ অঞ্চল কোথায় অবস্থিত? ক) ময়মনসিংহ-ঢাকা-কুমিল্লা খ) কুমিল্লা-ময়মনসিংহ-নেত্রকোনা গ) বগুড়া-রাজশাহী-পাবনা ঘ) ঢাকা-টাঙ্গাইল-মানিকগঞ্জ। ১৮।

‘সাম্পান’ তৈরিতে কোন কাঠ ব্যবহূত হয়? ক) গর্জন, সুন্দরী খ) গামার, চাপালিশ গ) কড়ই, তেলসুর ঘ) সাল, গামার। ১৯। ‘ব্রডগেজ’ রেলপথের প্রস্থ কত মিটার? ক) ১.৬৮ মিটার খ) ১.৫৭ মিটার গ) ১.৭৫ মিটার ঘ) ১.৮৬ মিটার। ২০। ‘বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স’ জারি হয় কত সালে? ক) ১৯৭৬ সালে খ) ১৯৭২ সালে গ) ১৯৭৫ সালে ঘ) ১৯৭১ সালে।

আন্তর্জাতিক বিষয়াবলি মডেল টেস্ট-১৩ ১. ইরানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কত সালে? ক. ১৯৭৭ খ. ১৯৭৯ গ. ১৯৮১ ঘ. ১৯৮৩ ২. শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক শাহের জন্মস্থান কোথায়? ক. ভারতে খ. পাকিস্তানে গ. নেপালে ঘ. বাংলাদেশে ৩. চীন ও পাকিস্তানের মধ্যে নির্মিত সড়কপথের নাম— ক. কারাকোরাম খ. ইউরোটানেল গ. বোলান ঘ. সালান ৪. ‘হাতফ’ ক্ষেপণাস্ত্রটি আবিষ্কার করে— ক. ইরান খ. পাকিস্তান গ. ব্রিটেন ঘ. ফ্রান্স ৫. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের নাম— ক. হোয়াইট হাউস খ. হোয়াইট হল গ. ডিফেন্স হাইক ঘ. পেন্টাগন। ৬. আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটে— ক. ২০০০ সালে খ. ২০০১ সালে গ. ২০০৩ সালে ঘ. ২০০৫ সালে। ৭. প্রথম এশিয়া কাবাডি খেলা অনুষ্ঠিত হয়— ক. ঢাকায় খ. দিল্লিতে গ. লাহোরে ঘ. কলকাতায় ৮. ম্যাগসাসে পুরস্কার প্রদান করে— ক. জাপান খ. চীন গ. ফ্রান্স ঘ. ফিলিপাইন ৯. নিচের কোন রাজনীতিবিদ নোবেল পুরস্কার পেয়েছেন? ক. আব্রাহাম লিংকন খ. মাও-সেতুং গ. উড্রোউইলসন ঘ. উইন্সটন চার্চিল ১০. ভিনসেট ভ্যানগগ কোন দেশের বিখ্যাত চিত্রকর? ক. ফ্রান্স খ. ইতালি গ. নেদারল্যান্ড ঘ. রাশিয়া ১১. কোন দেশে আত্মহত্যার হার বেশি? ক. চীন খ. শ্রীলঙ্কা গ. জাপান ঘ. মালদ্বীপ ১২. ‘আফ্রিদি’ উপজাতিদের বসবাস— ক. ভারতে খ. চীনে গ. ভুটানে ঘ. পাকিস্তানে ১৩. সুইজারল্যান্ডের জেনেভা নগরী কোন শিল্পের জন্য বিখ্যাত? ক. লৌহ খ. বিমান গ. ঘড়ি ঘ. কাগজ ১৪. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? ক. বিগমার্জ খ. হিটলার গ. স্ট্যালিন ঘ. হিরোহিতা ১৫. কিয়োটা চুক্তি স্বাক্ষরিত হয়— ক. ১৯৯০ সালে খ. ১৯৯২ সালে গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৭ সালে ১৬. ‘অরেঞ্জ’ ওর্ডার কোন দেশের গেরিলা সংস্থা? ক. জাপান খ. উত্তর আয়ারল্যান্ড গ. চীন ঘ. কলাম্বিয়া ১৭. জাপানের গোয়েন্দা সংস্থার নাম— ক. মোসাদ খ. এফবিআই গ. নাইকো ঘ. মুকরবাত ১৮. আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আগস্ট মাসের প্রথম— ক. রোববার খ. সোমবার গ. মঙ্গলবার ঘ. বুধবার ১৯. ‘অরবিটস’ প্রতিষ্ঠিত হয়— ক. ১৯৭০ সালে খ. ১৯৮১ সালে গ. ১৯৮২ সালে ঘ. ১৯৯০ সালে ২০. রানী প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভূত? ক. টিউডর খ. কোন্ গ. ডাচ্ ঘ. কোনোটাই না। আন্তর্জাতিক বিষয়াবলি মডেল টেস্ট-১৪ ১. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক. এশিয়া খ. ইউরোপ গ. আফ্রিকা ঘ. ওশেনিয়া ২. কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি? ক. জাপানে খ. চীনে গ. ব্রিটেনে ঘ. ইন্দোনেশিয়ায় ৩. পৃথিবীর বৃহত্তম অরণ্য কোনটি? ক. ককেশাস খ. তৈগা গ. গোবি ঘ. সুন্দরবন ৪. ইউরোপের দ্বার বলা হয় কাকে? ক. ইতালিকে খ. গ্রিসকে গ. ভিয়েনাকে ঘ. তুরস্ককে ৫. বৃহদাকার চিডিয়াখানা বলা হয় কাকে? ক. আফ্রিকাকে খ. মিসরকে গ. ভারতকে ঘ. আমেরিকাকে ৬. চিলির মুদ্রার নাম কী? ক. কোরনা খ. রুবল গ. লিরা ঘ. পেসো ৭. ফ্রান্সের আইনসভার নাম কী? ক. সিনেট খ. চেম্বার গ. সিম ঘ. গ্রেস ৮. যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কোনটি? ক. শাপলা খ. স্বর্ণদণ্ড গ. ক্যাঙ্গারু ঘ. গোলাপ ৯. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী কোনটি? ক. হংকং খ. ঢাকা গ. লন্ডন ঘ. টোকিও ১০. চির বসন্তের নগরী— ক. রোম খ. কিটো গ. সিডনি ঘ. ভেনিস ১১. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ক. ১০টি খ. ১২টি গ. ১৪টি ঘ. ১৬টি ১২. ‘লাডোলা’ হ্রদটি কোথায় অবস্থিত? ক. চীন খ. ভারত গ. কানাডা ঘ. রাশিয়া ১৩. ‘ওয়াফা’ কোন দেশের সংবাদ সংস্থা? ক. ভারত খ. ফিলিস্তিন গ. ইরান ঘ. ইসরায়েল ১৪. চীনে কত সালে প্রজাতান্ত্রিক বিপ্লব ঘটে? ক. ১৯৩৫ সাল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.