আমাদের কথা খুঁজে নিন

   

নীরা এক অতি অবাস্তব নাম।

স্বপ্ন দেখি... বাস্তবে রুপ দিতে জানিনা!!!

যেদিন প্রথম আমি স্বপ্ন দেখি.... প্রথম স্বপ্ন দেখতে শিখি....!!! দেখেছি এই মায়বি রুপকে! দেখেছি স্বর্গীয় এক অনন্যাকে! এতো শুধু কল্পনাতেই সম্ভব! বাস্তবতা এর অনেক দুরে। বস্তুত কোন রক্তে মাংসে গড়া কোন মানবীনি নয়, নয় কোন অতি বাস্তব কেউ। এতো এক কল্পনা বিলাশী মনের চওয়া। এতো স্বপ্ন। অতি মাত্রায় এক দুঃস্বপ্ন। কেন দেখলাম? আমি কেন দেখলাম এই স্বপ্ন? এই দুঃস্ব্‌প্ন? আমিতো কোনো লোভাতুর কামুক নই, নই কোন স্বপ্নচারী.... তুবুও বিশ্বাস করি নীরা.... শুধু নীরা..... এ এক কল্পনা.....!!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।