আমাদের কথা খুঁজে নিন

   

বিকল্প অনুসন্ধান

বাঙলা কবিতা

রেশমের মত নম্র রোদের ভেতরে শুয়ে এ শ্রাবণে, ঘুমের আহ্লাদে চোখ ঢুলু ঢুলু ফর্সা বিকেল .. দিগন্তে তাকিয়ে দেখি : আকাশ উধাও উদ্ভ্রান্ত বাতাস, তুমি কার দেশে যাও ! কাপাস তুলার মত উড়ে যাচ্ছে দিন রক্ত-ক্ষরণে মন লাল না রঙিন ? শ্রাবণ হেলান দিলো বিকেলের বনে বহু আগে ফিরে যাওয়া শ্রাবণের চুলের বাগানে নাক পেতে শুঁকি আমি গন্ধরাজ তেল স্মৃতিতে তেলের গন্ধ ? গন্ধ ছিলো মনে ? সমস্ত কী উড়ে গেল বিদেশ-বিভূঁয়ে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।