আমাদের কথা খুঁজে নিন

   

মাকড়সার জালের অনুকরণে রক্তনালি

মাকড়সা যেভাবে জাল বোনে, সেই পদ্ধতির অনুকরণে অঙ্গ-প্রত্যঙ্গ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা নতুন টিস্যু বা কলা তৈরির ক্ষেত্রে মাকড়সার জাল বোনার পদ্ধতিটিকে অনুসরণ করেছেন। তাঁদের উদ্ভাবিত পদ্ধতিটির নাম দিয়েছেন ‘ইলেকট্রোস্পিনিং’। ‘স্মল’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।


গবেষকদের দাবি, প্রতিস্থাপনের জন্য ব্যবহূত কৃত্রিম অঙ্গ তৈরির অন্যান্য পদ্ধতির চেয়ে তাঁদের উদ্ভাবিত পদ্ধতি বেশি কার্যকর হবে। এ পদ্ধতিতে পলিমারের সঙ্গে কোষের ওপর কোষ বসিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করা হয়।
গবেষকেরা এই পদ্ধতি ব্যবহার করে ইঁদুরের রক্তনালি তৈরি করতে সক্ষম হয়েছেন। তাঁরা জানান, ইলেকট্রোস্পিনিং পদ্ধতি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। জটিল এ পদ্ধতিটি ভবিষ্যতে মানুষের কৃত্রিম অঙ্গ তৈরির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।