আমাদের কথা খুঁজে নিন

   

পরিবেশ ভাবনায় বুদ হই

জীব বৈচিত্র্য সংরক্ষণে আমাদের সচেতনতাই সবচেয়ে জরুরী

লামা , বান্দরবান পার্বত্য জেলার একটি উপজেলা। আমার জন্মভূমি। ছোট বেলায় দেখেছি এ জনপদের চারপাশ দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীর সে কি বিশালতা। এর স্বচ্ছ পানিতে খেলা করত কত নাম না জানা মাছের দল। এখন এ নদীটি শুষ্ক মৌসুমে ছোট একটা ঝিরির আকার ধারণ করে আর বর্ষাকালে অল্প একটু বৃষ্টিতেই মানুষ বুঝে উঠবার আগেই ঘরের দরজায় বন্যার পানি এসে হাজির হচ্ছে।

অথচ এ পাহাড়ী জনপদের সহজ সরল মানুষগুলোর এ নিয়ে কোন ভাবনা নেই। ধরে নিয়েছে এতো আমাদের নিয়তি। উপরে উঠার নেশায় কিছু মানুষ এ মফস্বলে গড়ে তুলছে অট্টালিকা। তামাক চাষের মহোৎসবে প্রতিটি মানুষের কোন না কোনভাবে জড়িয়ে থাকা নদীর দুই পাড়ের পলি মাটির উপর চালাচ্ছে অবিরাম খনন। অতিকায় মহীরূহ দেখে কত দিন মনে মনে ভয় পেয়েছি।

এখানকার প্রতিটি পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা মহীরুহগুলো ওপারে সবকিছুই আড়াল করে রাখত, এখন শুধুই উলঙ্গ পাহাড়ের সারি। তামাকের মত ক্ষতিকর একটি পণ্যের উপর লামার অর্থনীতি নির্ভরশীল হয়ে পড়ছে। কৃষকের কাছে গিয়ে অন্য কোন লাভজনক চাষাবাদ পদ্ধতি দেখিয়ে দেয়ার যো নেই। কারণ তামাক কোম্পানিগুলো নিরবিচ্ছিন্ন পৃষ্ঠপোষকতার ফলে অন্য কোন ফসলের কথা কৃষক ভাবে না। অথচ এরকম পৃষ্ঠপোষকতা সরকারের কাছ থেকে পায় না কৃষক অন্য কোন অর্থকরী শস্য ফলানোর জন্য।

তামাকের বিকল্প একটা কৃষি পন্য, কোন একটি কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে নিয়ে যেতে পারলে তামাক চাষ বন্ধ করা সম্ভব। আমর কিছু যুবক মিলে "খেয়া" নামের একটি সংগঠন গড়ে তুলেছি পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের জন্য। তামাকের স্থলে অন্য কোন কৃষি পন্য বা প্রযুক্তি কৃষকদের কাছে নিয়ে যেতে চাই আমরা। যদি কারো কোন আইডিয়া থাকে তবে জানান। লামা সম্পর্কে জানতে হলে লগ ইন করুন: http://www.lamabd.net


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.