আমাদের কথা খুঁজে নিন

   

এইটা কি দেখলাম.....কিভাবে সম্ভব? সামু কি ভাবছে তার জনপ্রিয়তা বাড়তেছে..? আমার মতে এই রকম হলে সামুর সকল ব্লগার একদিন অন্য ব্লগারে চলে যাবে, ব্লগের কি অভাব?



এইটা কি দেখলাম.....কিভাবে সম্ভব? সামু কি ভাবছে তার জনপ্রিয়তা বাড়তেছে..? আমার মতে এই রকম হলে সামুর সকল ব্লগার একদিন অন্য ব্লাগারে চলে যাবে, ব্লগের কি অভাব বলে মনে হয় কি? আমার প্রশ্নটি হলো আমি আজ থেকে প্রায় ৪ মাস আগে এই ব্লগে লিখা শুরু করি। এখানে অনেকের সঙ্গে পরিচয় হয়ে ভালই লাগতে শুরু করলো। দারুন দারুন সব তর্ক বিতর্ক নিয়ে খুব মজা হচ্ছিলো, কিন্তু আমি আজ সকালে দেখলাম আমার ব্দেলগটি মোট ৭২৪৪ বার (প্রায়) দেখা হয়েছে, কিন্তু এখন দেখি মাত্র ৯১৭ বার লেখা । এইটা কিভাবে হলো ..? আমি যেন আকাশ থেকে পরলাম! আমি প্রথমে ভাবলাম এটা হয়তো সিষ্টেমে সমস্যা, পরে ঠিক হবে। কিন্তু যদি এটা না হয়ে ইচ্ছাকৃত ভাবে এটা হয়ে থাকে তাহলে আমার ক্ষোভ থাকবে , সামু কি মনে করে তার ব্লগের জনপ্রিয়তা বাড়ছে...!!!!!??? ভাবলে ভুল হবে, যেমন আমি আর এখানে লিখবো না , আমার মতো অনেকেই এর প্রতিবাদ করবে বলে আমি মনে করি ।

আমি প্রথম আলোর-ও একজন ব্লগার। কিন্তু সামু-তে সময় দেই তাই আর ওখানে লিখার সময় পাই না। প্রয়োজন হলে ওখানে নিয়মিত হবো। সামু-কে বলবো আমাদের মনের ভাব প্রকাশ করার জয়গার অভাব নেই, এইটা যেনো মনে করে..। আমি ১/২ দিন এই লিখাটির পর্যবেক্ষন করবো , তারপর সিদ্ধান্ত নিবো .....কি করবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।