আমাদের কথা খুঁজে নিন

   

এইটা কি হইল!!!!!!!!!

ভাবতে ভালো লাগে রসু খাঁর কথা মনে আছে তো?? না থাকলে মনে করিয়ে দেই। উনি একজন বিশিষ্ট সিরিয়াল কিলার। তিনি মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদেরকে হত্যায় মারাত্মক পারদর্শী। তার সম্পর্কে একটি পত্রিকার রিপোর্ট এইরকম- দুর্ধর্ষ রসু খা চাকুরি প্রত্যাশী তরুণীদের চাকুরি বা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর একের পর এক তরুণীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। অধিকাংশ ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে।

দুর্ধর্ষ রসু একাই ধর্ষণের পর হত্যা করে একাধিক তরুণীকে খালে বা ডোবায় ফেলে দেয়। অন্য জেলা থেকে তরুণীদের প্রলোভনে ফেলে সমঝোতার মাধ্যমে দৈহিক মিলনের পর তরুণীকে গলা টিপে হত্যা করে আসছিল। তাকে নিয়ে বেশ কিছুদিন পত্রিকায় লেখালেখি হয়েছে। তাকে যে মামলায় ফাঁসানো(!!) হয়েছে সেটা হল- পপি হত্যা মামলা। এ মামলায় রসু খাঁর আদালতে দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিবরণের চুম্বক অংশ তুলে ধরা হলো, "বাস্তুহারা নামে এক জায়গায় পপি'র সাথে আমার পরিচয় হয়।

সেখানে সে ভাড়া থাকতো। পরিচয়ের পর তাকে বিয়ের প্রস্তাব দিই। সে রাজি হয়। ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি তাকে চাঁদপুর নিয়ে আসি। চাঁদপুর ফরিদগঞ্জের হাসা বিলে এসে পৌঁছি রাত ১১/১২ টায়।

বিলে আমি তার সাথে কুকাজ করি। সে আমাকে বাধা দেয় নি। কুকাজের পর আমি তাকে গলাটিপে হত্যা করে লাশ পাশের একটি খালে ফেলে দিই। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি তাকে গলা টিপে ধরি। সে সুন্দরী মেয়ে, বয়স ২১/২২ বছরের মতো।

মন চেয়েছে তাই আমি তাকে কুকাজের পর হত্যা করি। " এখন আসি কাজের কথায়। গতকাল রসু খাঁকে সাক্ষ্য প্রমাণের অভাবে(!!) বেকসুর খালাস দেয়া হয়েছে। আসলেই তো !! প্রমাণ কই?? রসু খাঁ নিজে স্বীকার করেছে- তাতে কি?? রসু খাঁর কথা কেন বিশ্বাস করব আমরা?? কোথাকার ধইঞ্চা তুমি?? তুমি বললেই হইল?? খুনের আসামীকে মাফ করার অভূতপূর্ব নজির সৃষ্টি হচ্ছে এ দেশে !! প্রথমে সেঞ্চুরি মানিক, এরপর বিপ্লব আর এখন রসু খাঁ !! প্রথম দুইজন তো দলের কর্মী। তাহলে রসু খাঁর ব্যাপারটা কি?? জাতির বিবেকের কাছে প্রশ্ন- “রসু খাঁ কি তাহলে ....... এ যোগ দিয়েছেন??” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।