আমাদের কথা খুঁজে নিন

   

গোল্ডেন বুট এবং সেরা উদীয়মান খেলোয়াড় পুরষ্কার দুটাই জার্মান তরুন মুলারের।

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
টমাস মুলার ২০ বছর বয়সী তরুন জার্মান খেলোয়াড় টমাস মুলার জিতে নিলেন মর্যাদাপুন পুরষ্কার গোল্ডেন বুট পুরষ্কার। টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার পাশাপাশি সেরা তরুণ ফুটবলারও হয়েছেন মুলার। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন মেক্সিকোর জিয়োভানি সান্তোস ও ঘানার আন্দ্রে আয়ুকে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পাঁচ গোল করেছেন চার জন টমাস মুলার, স্পেনের ডেভিড ভিয়া, নেদারল্যান্ডসের �স্নেইডার এবং উরুগুয়ের দিয়েগো ফোরলান।

কিন্তু গোল করার পাশাপাশি গোলের সুযোগ তৈরি করে দেয়ার হিসেবটাও বিবেচনা করেছে ফিফা। এতেই এগিয়ে যান মুলার। গোল করার জন্য তিনি তিনটি বল বানিয়ে দিয়েছেন। বাকিরা দিয়েছেন মাত্র একটি করে। এছাড়া উরুগুয়ে এবার শিরোপা না জিততে পারলেও বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন দিয়েগো ফোরলান।

আর নেদারল্যান্ডসের ওয়েসলি স্নেইডার পেয়েছেন সিলভার বল। ব্রোঞ্জ বল পেয়েছেন স্পেনের ডেভিড ভিয়া। বিশ্বকাপ ফুটবলের সেরা গোলরক্ষক হয়েছেন স্পেনের ইকের ক্যায়িাস। তার নেতৃত্বেই এবার বিশ্বকাপ জিতেছে স্পেন। পুরো টুর্নামেন্টে অসাধারণ ফুটবল খেলেছেন তিনি।

গোলপোস্টের নিচে দেয়াল হয়ে ছিলেন তিনি। তাই লেভ ইয়াসিন পদক তাকেই দেয়া হলো।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.