আমাদের কথা খুঁজে নিন

   

ভারত যদি মালাউনের দেশ হয় তাহলে বাংলাদেশ কিসের দেশ? ২য় পর্ব

সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,

আমাদের সমাজে যেমন ধনী গরিবের অসম প্রেম নিষিদ্ধ তেমনি ভাবে এরেঞ্জ মেরেজের ক্ষেত্রেও বিভিন্ন বংশগত পার্থক্য নির্নয় করা হয়। আমি যতটুকু মনে করি এই কালচার গুলো হিন্দু সমাজ থেকেই এসেছে। মুসলমান সমাজে যৌতুক প্রথাও এই হিন্দু ধর্ম থেকে এসেছে। মুসলমান্দের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান প্রথাও এই হিন্দু ধর্ম থেকে এসেছে।

মুসলিম মেয়েদের শাড়ী পরাও বিদাত, যেহেতু পেট দেখা যায়। মাঝে মাঝে মনে হয় এই মুসলমানদের নিজ ধর্মের থেকে বিচ্যুত হবার কারন এই হিন্দু ধর্ম। আমরা অনেকেই এই হিন্দু ধর্মকে বিভিন্ন কারনে গালী দেই। আমিও মাঝে মাঝে দেই। কিন্তু কিছুক্ষন পরে যখন বোধদয় হয়।

ঠান্ডা মাথায় চিন্তা করি, তখন ভাবি, প্রকৃত পক্ষে মুসলমানরাই দায়ী । কোনো হিন্দু কি মুসলমান ছেলে/মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান জোর করে করতে বাধ্য করেছে? মুসলিমরা নিজের ইচ্ছাতেই এসব করছে আর দোষ চাপাচ্ছে শালার হিন্দু কালচার। মুসলিমদের বিয়েতে বর পক্ষ কোনো দাবী দাওয়া নেই তার পরেও মেয়ের বাবা সমাজ ও লোক লজ্জার কথা চিন্তা করে সাধ্যের অতিরিক্ত উপহার দিতে বাধ্য হচ্ছে। আর যদি খালি হাতে কোনো মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠায় তাইলে আর রক্ষে নেই, যদিও ছেলে পক্ষের কোনো দাবী দাওয়া ছিলো না। মেয়েটির উপরে কটু বাক্যের বন্যা বয়ে যাবে বহু বছর।

ননদ বা শাশুড়িও কথায় কথায় বউ কে বলবে “তোর সাত পুরুষের ভাগ্য এই বাড়ির বউ হতে পেরেছিস, কোন হিসেবে তোর পরিবার খালি হাতে পাঠালো পাঠালো? সামাজিকতা কিছুইতো শিখলি না” । এই চিত্র গুলো কোনো নিম্ন বিত্ত মুসলিম পরিবারের নয়। প্রায় সবই উচ্চ বিত্ত বা মধ্য বিত্ত পরিবারের চিত্র। হিন্দু পরিবারে এই চিত্র আরো প্রকট। সেটা নিম্ন হিন্দু পরিবার থেকে ধনী হিন্দু পরিবারেও।

কিন্তু সেটা হয়তো প্রকাশ পায় না। ছোট বেলা থেকেই জানতাম ভারত হিন্দু দের দেশ। ছোট বেলা থেকেই আমার মনে বদ্ধ মুল ধারনা মুর্তি পুজা পাপ। আর ভারতের সবাই পাপী। শালারা মালাউন।

হারামীর জাত। কিশোর বয়সে চট্রগ্রাম থেকে মাঝে মাঝে আমার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে যেতাম। ফারাক্কার বাধের কারনে নদীর দুর্দশা দেখে মনে হতো, সময় মতন ভারত কে আমি ধ্বংস করে দিব। ধীরে ধীরে আরো বড় হই। পেপার পত্রিকা দেখতাম।

সীমান্তে ভারতীয় বি এস এফ দ্বারা নিরীহ মানুষ হত্যা আমাকে ক্রোধে আগুন জ্বালিয়ে দিতো। অবাধে ফেন্সিডিল আগমন আর নারী ও শিশু পাচার আমার চিন্তাকে আরো হিংস্র করে তুলে। পার্বত্য চট্রগ্রামে, ভারত কতৃক শান্তি বাহিনীকে আমার দেশের বিরুদ্ধে উস্কে দেয়া। ভেবে কুল পেতাম না মালাউনের দেশ টা কি ভাবে আমার প্রিয় ভুমি কে শেষ করে দিচ্ছে। আমার মনে হয় চিন্তার এই পর্যায় থেকেই চরম পন্থার বা জংগী বাদের উৎপত্তি ।

আমার নিজের দেশের প্রতি একান্ত ভালোবাসা ও শুধু মাত্র বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা ভারতের প্রতি বিদ্বেষি করে তুলে। কেন জানি মনে হতে লাগলো ভারত ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশের মঙ্গল নিহিত। এই ক্ষেত্রে মিডিয়া ও অনেক ভুমিকা পালন করতো। সমাজের মানুষেরাও কম যেত না। কেউ ভারতে বেড়াতে গেছে, আসার পরে গল্প করত, দুইটা মিস্টি কিভাবে তিন জন কে খেতে দিয়ে বিব্রত করতো।

এই সব ঘটনা শুনে মনে হতো, শালারা আসলে মানুষ না। নরকের কীটের থেকেও অধম। আমার বদ্ধমুল ধারনা ছিলো ভারত হিন্দু কুত্তার দেশ। আর বাংলাদেশ হচ্ছে বারো আউলিয়ার পুন্য ভুমি। শাহজালাল-শাহপরানের পবিত্র দেহ মুবারক এই মাটিতে শুয়ে আছে।

ভারতীয় হায়েনা বাহিনী যে কোনো সময় আমার দেশ কে গিলে খাবে। ধীরে ধীরে আমি বড় হই। আমার চিন্তার গন্ডি আমার দেশ ছাড়িয়ে পৃথিবীর সমস্ত দেশে ছরিয়ে পড়ে। মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে মাটির নিচের যৌগ পদার্থ সম্পর্কেও জ্ঞান লাভ করতে সমর্থ হই। ভু-গোল পড়ে জানতে পারলাম ভারত, চায়না, আমেরিকা সহ অনেক দেশ সম্পর্কে।

যেহেতু আমি মুসলিম, পশ্চিমা দেশের ইতিহাস জানার পরে ভারতের মতন পশ্চিমা দেশ গুলোর উপরেও রাগ ও ক্ষোভ কাজ করতো। উপমহাদেশের ইতিহাস আমাকে অনেক বিষয় খোলাসা করে দেয়। যেই বাংলাদেশকে আমি পুন্য ভুমি মানি তাতো ভারতেরই অংশ, তাহলে ভারত মালাউনের দেশ হয় কি ভাবে? পাকিস্তান মুসলিম রাস্ট্র তারো উৎপত্তি এই ভারত থেকেই, তাহলে ভারত শুধু হিন্দু দের দেশ কি ভাবে হয়? ছোট খাট প্রশ্ন আমার মনে উকি দিতে লাগলো। ভারতে ৩৫ কোটি মুসলমান বাস করে, বোধ করি পৃথিবিতে কোন দেশেই একক ভাবে ৩৫ কোটি মুসলমান নেই। কিন্তু বর্তমান স্ট্যাটাসে সংখ্যা গরিস্ট ধর্মাম্বলী হিসেবে জনগন কে হিসেব করা হয়।

সেই হিসেবে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান উঠে এসেছে মুসলিম রাস্ট্রের কাতারে। ভারত মুসলিম রাস্ট্রের তালিকায় বোধ করি নেই। অথচ বাংলাদেশ ও পাকিস্তানের উৎপত্তি এই ভারত থেকেই। তাহলে ১৯৪৭ সালের আগে কি আমার প্রিয় বাংলাদেশ বারো আউলিয়ার পুন্যভুমি কি মালাউনের দেশ ছিলো? পাকিস্তান ও কি হিন্দু মালাউনের দেশ ছিলো। আমরা কি তাহলে ইসরাইলের ইহুদিদের মতন উপমহাদেশের দখলদার? হিন্দুদের থেকে জোর করে ভু-খন্ড ছিনিয়ে নিয়েছি?“ তওবা তওবা” আল্লাহ মাপ করুন, আমার পাগল মন কতো কিছু আজে বাজে চিন্তা করে।

আমার প্রিয় মাতৃভুমি নদী বৌধিত সমতল ভুমি। হিমালয় পাহাড় থেকে নেমে আসা বরফ গলা পানি আমার দেশকে করেছে শীতল। পদ্মা-মেঘনা-যমুনা আমার দেশকে বাচিয়ে রেখেছে। কৃষি কাজের জন্য দিয়েছে প্রান সঞ্জিবনী রস। ভারতের মেঘালয় থেকে নামে আসা পলি দিয়েছে উর্বর ভুমি।

সিলেট সীমান্তে দাঁড়িয়ে যখন বিশাল ভারতের প্রকৃতির দিকে তাকাতাম অবাক নয়নে বিস্ময় লাগতো। মাঝে মাঝে মনে হতো ইসস বৃটশরা কেন এই জায়গা গুলো আমাদের দিয়ে গেলো না। শালারা হারামী, ভারত কে এতো বড় যায়গা দিয়ে গেল কেন? আবার কিছুক্ষন পরেই স্বার্থ পরের মতন চিন্তা থেকে সরে আসি। আমি ভাবি “ভারতের একজন নাগরিকও আমার মতনই স্বার্থ পরের মতন ভাবতে পারে, বাংলাদেশ পুরোটাই পশ্চিম বঙ্গের অংশ ছিলো। বৃটিশ রাই আমাদের কাছ থেকে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে।

আমাদের অভিন্ন এলাকাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। “ সুযোগ এলো ভারতে বেড়াতে যাওয়ার। রওনা দিলাম ওই দেশটাকে জানার জন্য, বোঝার জন্য। হিমালয়ের বিশালত্বের মতন ভারতের বিশালতা আমাকে অবাক করেছে। (চলবে) ***পোস্টটি এই পর্বে শেষ করার ইচ্ছা ছিলো লিখা কিছুটা বড় হওয়াতে বাকি অংশ পরের পর্বে দেয়া হবে।

তৃতীয় পর্বেই শেষ করা হবে ইনশাল্লাহ। প্রথম পর্বের লিঙ্কঃ Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.