আমাদের কথা খুঁজে নিন

   

ইকারুসের পানপাত্র

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
কিছু মেঘ পড়ে থাকে জানালায় , বুনো শিশিরের বুকে মুখ লুকোয় কিছু অব্যক্ত শিশির , না আমি কোন রাত্রির মাংসল বুকে সাইক্লোন হয়ে অথবা অক্ষম ঢেউ সেজে আছড়ে পড়িনি , মাথা তুলে দাঁড়িয়েছি, আহত গোক্ষুর হয়ে ছড়িয়েছি মৃত্যু । তবু তোমার ভেজা চোখের দিকে দাবানল আর ছড়িয়ে থাকা শিউলির বুক পিষে চলে যায় এক একটি মুহুর্তের স্টিমরোলার ... খাঁ খাঁ করে ঠোঁট একবিন্দু বিষ দাও ; একতো ইকারুসের পানপাত্র । এইতো তুমি ।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।