আমাদের কথা খুঁজে নিন

   

বিকল্প-শূণ্যতায় গিলে খায় চাঁদের আলো

আহসান জামান

দূরত্বে একটুকরো চাঁদের আলো; কাঁপায় এই অন্ধকার, আমি তার নিমগ্নতার গভীরে ডুবে, হাতড়ে খুঁজি বিকল্পরথের চাবি। ফিরে পাই শূন্যতার হাহাকার, মলিন মুখচ্ছবিরা উড়ে যাচ্ছে ইচ্ছে-খুশী; তাদের পায়ের শিকলে বাঁধা বেদনার বুদবুদ খুলে, খসে পড়ে চারিপাশ। আজ সন্ধ্যায় গোলাপের নিঃসঙ্গ পতঙ্গরা ছুটির বার্তা নিয়ে ভেসেছে মেঘমালায়; অনাথ আশ্রমে নৈঃশব্দ্য কান্নার কাব্যে জেগে ওঠা বিষাদ তৃষ্ণাজল গভীর তলদেশ থেকে তুলে আনে আর এক শূণ্য জগৎ আমি তার যুগপৎ, মুখস্ত করি রংধেনুর রংয়ের মিশ্রণ। আমাদের অভিশাপ - হে শূণ্যযাপন, পৃথুলার ধাতব শহর নিমেষে গিলে খায় জোছনার মাদুর; একটানা কানামাছি গান কেবলই হাঁটায়, অজস্র ক্রোশ পথ; পথিকের দু'পায়ে রক্তের ক্লান্তিরা জেগে ওঠে এইসব আলোর ভিতর; আমি তার পদাবলী পড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।