আমাদের কথা খুঁজে নিন

   

বলুনতো একটা ট্রান্সফরমার সারাতে কতদিন লাগে? //ইহা চট্টগ্রাম বিদ্যুত বিভাগের দুর্নীতি বিরোধী পোষ্ট



কিভাবে বলব। একলক্ষ টাকা তারা চেয়েছে। আংশিক দেয়া হয়েছে। তারপর্ও...!?!?! ছোট্ট একটা পাড়া। লোকসংখ্যা পাঁচহাজারের কাছাকাছি।

(একটা জাতীয় রাজরনৈতিক ঘটনায় এ জায়গার নাম আপনারা পত্রিকায় দেখেছেন- আগ্রাবাদ বড়পোল) ১. গত ৩ তারিখ বিকালে একটা ট্রান্সফরমার বিকল হয়ে গেল সেই পাড়ার। তো, বিদ্যুত বিভাগের তো সবসময় এডহক টিম থাকে। তাদেরকে যথারিতী ফোন করা হলো। কিন্তু তারা আসবেন না। টাকা লাগবে।

দেখতে দেখতে পরদিন বিকালে তারা এলেন। কেউ তাদের ঘুষ দিয়েছে কিনা জানিনা। ২. তারা ট্রান্সফরমার দেখে বল্লেন বদলাতে হবে। ভালোকথা । কিন্তু তারা ট্রান্সফমার নিলেন না।

(কারণ ঘুষের টাকা পাননি তারা এখনো) ৩. তৃতীয় দিন তারা এলেন ট্রান্সফরমার বদলিয়ে দিতে। না তারা মত পাল্টেছেন। এটা সারাতে দিবেন তারা। ট্রান্স ফরমার ট্রাকে করে নিয়ে গেলেন। ৪. চতুর্থদিন তাদের সাথে ফোনে যোগাযোগ করা হল।

না তারা ট্রান্সফরমারটা সারতে পারছেননা। (আসলে ঘুষটা পুরাপুরি নিতে পারেননাই) ৫. আজ পঞ্চম দিন, আজও তারা আসেননি। ও হ হো । তারা কিন্তু খুব দরদী। তাই ফোনে বলেছেন, আজ যদি লাগাতে না পারি তবে কাল পরশু সরকারী বন্ধ।

লাগানো যাবোনা। (ঘুষের টাকাটা দিয়া দেন না!) ** কিছু লোকের ঘুষের টাকার ঘটনা এটা। কিন্তু, এর পেছনে প্রায় ৫ হাজার মানুষের দুর্দশা- হাহাকার-দীর্ঘশ্বাসের কথা লিখতে হলে শরৎবাবুকে খবর দিতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।