আমাদের কথা খুঁজে নিন

   

"ঢাকা উইনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি"তে বেসিক ফটোগ্রাফি কোর্স শুরু হচ্ছে ১৫ জুলাই হতে।।।



ঢাকা উইনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (DUPS) আগামী ১৫ জুলাই ২০১০ হতে ২০ তম বেসিক ফটোগ্রাফী কোর্স শুরু করতে যাচ্ছে। কোর্সের ফর্ম বিতরন ইতিমধ্যে শুরু হয়েছে। কোর্সটি সকলের জন্য উন্মুক্ত। কোর্সটি দুই মাস মেয়াদী। সপ্তাহে দুটি করে ক্লাস।

দুটি সেশনে ক্লাশ নেওয়া হবে,যে কেউ তার পছন্দ মত সেশন বেছে নিতে পারবে। ক্লাশের সময় এবং স্থান- ১ম সেশন- বৃহ: (২.০০-৫.০০),মুনির চৌধুরী অডিটরিয়াম,টি.এস.সি,ঢা.বি। শুক্র(১০.০০-১২.০০),ডাকসু ক্যাফেটেরিয়া,কলা ভবন,ঢা.বি। ২য় সেশন- শুক্র(১০.০০-১২.০০),ডাকসু ক্যাফেটেরিয়া,কলা ভবন,ঢা.বি। শনি(২.০০-৫.০০),সাইন্স ক্যাফেটেরিয়া,কার্জন হল,ঢা.বি।

কোর্সের ফর্ম পাওয়া যাচ্ছে- ১.ঢাকা উইনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি অফিস রুম,টি.এস.সি(নীচতলা),ঢা.বি। ২.DUS(Dhaka University Snacks),T.S.C, D.U. ৩.ক্যাম্পাস শ্যাডো,কলা ভবন,ঢা.বি। ৪.জহিরের ক্যান্টিন,কার্জন হল,ঢা.বি। রেজি: অবশ্যই ১৫ জুলাই এর মধ্যে সম্পন্ন করতে হবে। ফর্ম পূরন করে জমা দিতে হবে-ঢাকা উইনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি অফিস রুম,টি.এস.সি(নীচতলা),ঢা.বি তে যে কোন দিন বিকাল ৩.০০ টা থেকে ৫.০০ টার মধ্যে।

(ফর্মের সাথে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। ) কোর্স ফি- ঢা.বি ছাত্রদের জন্য-৯৫০/- অন্যান্য-১৭৫০/- ফর্মের দাম-২০/- *সফল ভাবে কোর্স সম্পন্নকারিদের সার্টিফিকেট প্রদান করা হবে। *কোর্স চলাকালীন সময়ে ছবি তোলার জন্য দুই দিন বাইরে (Outing) নিয়ে যাওয়া হবে। *কোর্স চলাকালীন সময়ে ক্যামেরা ও অন্যান্য উপকরন DUPS সরবরাহ করবে। *কোর্স শেষে অংশগ্রহনকারীদের ছবি নিয়ে DUPS এর ব্যানারে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য- ০১১৯৭২৬০৫৫২, ০১১৯৭২৬০৫৫৩, ০১১৯৭২৬০৫৫৪.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.