আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের প্রথম অনলাইন ইনকামের ওয়েবসাইট

I am a student of Computer Science! I have blogs, and I earn from different websites. I earn about 90USD per month this way. If you are with me, then I can earn more. And you can also earn.

ব্লগ-এ গুগল এ্যাড এর ব্যবহার করে মাসে সামান্য কিছু টাকা উপার্যন করছি। অপরদিকে, বিভিন্ন এ্যাফেলিয়েট প্রোগ্রামে জয়েন করে সেগুলোর রেফারেল লিংক দিয়ে আয়ের চেষ্টা করছি (কিন্তু সত্যি বলতে অধিকাংশ রেফারেল থেকেই কোন টাকা এখনও পাইনি)। বাংলাদেশী অনলাইন ইনকাম -এর সাইট (http://www.bdtips.com) –এর উপর একটি আর্টিকেল দেখতে পেলাম। এখন আমি বিডিটিপস ডট কম থেকেও উপার্যন করছি। সাইটটি থেকে উপার্যনের সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো।

বিডিটিপস -থেকে আয়ের জন্য যা জানা প্রয়োজন: বিল: আপনি কতো টাকা আয় করছেন সে সংক্রান্ত সব তথ্য পাবেন ’বিল’ বাটনে কিক করে। কনটেন্ট জমা দেয়া: বিডিটিপস ডট কম (http://www.bdtips.com) এ আপনাকে মূলত আর্টিকেল বা টিপ্স সাবমিট বা পোস্ট করতে হবে। কিন্তু কথা হলো আর্টিকেল আপনি পাবেন কোথায়! আপনাকে আসলে আর্টিকেল লিখতে হবে না। কোন আর্টিকেল কপি করে বিডিটিপস -এ গিয়ে পোস্ট করে দিলেই হলো। তবে যারা লিখতে পারেন তাদেরকে বিডিটিপস বেশি সম্মান দেয়।

প্রতিটি আর্টিকেলের জন্য আপনি সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে কতো টাকা পাবেন সেটা নির্ভর করে অন্য ভিজিটররা আপনার আর্টিকেলকে কিভাবে দেখছে বা রেটিং করছে তার উপর। আর্টিকেল রেট করা: বিডিটিপসের (http://www.bdtips.com) ভিজিটররাই তাদের একে অন্যের আর্টিকেলের মূল্যায়ন করে থাকে। একটি আর্টিকেল কতো ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটার জন্য ৫ টি তারকা চিহ্ণ (স্টারস) রয়েছে বিডিটিপস-এ। সবচে বামের তারকা হচ্ছে সাধারণ মানের আর্টিকেলের জন্য ... এভাবে সবচে ডানের তারকাটি হচ্ছে সবচে ভালো মানের আর্টিকেলের জন্য।

তবে সবচে মজার বিষয় হলো এই রেটিং করার জন্যও বিডিটিপস ভিজিটরদেরকে ১ পয়েন্ট করে দেয় এবং প্রতিটি পয়েন্ট এর জন্য ভিজিটররা ১ টাকা করে পায়। অর্থাৎ প্রতি কিক এর জন্যই ১ টাকা। তবে এক দিনে সর্বোচ্চ ৫ টি আর্টিকেল রেট করা যায়। এখানে একটি সাধারণ ভুল সবাই করে। নিজের আর্টিকেল বেশি বেশি রেট হবার জন্য একাধিক এ্যাকাউন্ট খুলে সেগুলো থেকে নিজের আর্টিকেলকে সবচে ভালো রেটিং দেয়।

ফলত: বিডিটিপ্স তার সবকটি এ্যাকাউন্টই ডিজএ্যাবল করে দেয়। এবং সে কোন টাকাই পায় না। বন্ধু: বিডিটিপস এর অন্য ভিজিটরদের সাথে আপনি সহজেই বন্ধুত্ব করতে পারবেন। এবং এই বন্ধুদেরকে আর্টিকেল রেট করার ইনভাইটেশনও পাঠাতে পারবেন। অতএব যতো বেশি বন্ধু থাকবে ততো দ্রুত আপনি আয় করতে পারবেন।

এদের প্রোফাইলে গিয়ে আপনি আপনার মন্তব্য লিখতে পারবেন। বিষয়টা অনেকটা চ্যাট করার মতোই। প্রোফাইল: বিডিটিপসে আপনার একটি প্রোফাইল থাকবে। এখান থেকে আপনার সব তথ্য পাওয়া যাবে। এখান থেকেই আপনি বন্ধুদের সাথে তথ্য বিনিময় করতে পারবেন।

এই প্রোফাইলেরর লিংক শেয়ার করে আপনার আর্টিকেলের রেটিং ইনভাইটেশন পাঠাতে পারবেন। বিডিটিপস- আমাদের বাংলাদেশী অনলাইন ইনকামের সাইট। এই সাইট -এ আপনার একশ টাকা আয় হলে আপনার মোবাইলে রিচার্জ করে দেবে। আর ৫০০ বা তার বেশি টাকা থাকলে ব্যাংক এ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে। আমার দেয়া এই তথ্যগুলো থেকে আপনি উপকৃত হলে প্লিজ বিডিটিপসে আমার আর্টিকেল রেট করতে ভুলবেন না।

আমার প্রোফাইল ঠিকানা: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.