আমাদের কথা খুঁজে নিন

   

এবারের হজ্জ্ব যাত্রীদের জন্য বিশেষ সতর্কীকরন বার্তা

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে সাম্প্রতিক সময়ে মার্স করোনা ভাইরাস (MERS Corona Virus) এর সংক্রমন বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ৭৬ জন আক্রান্ত রোগীর মধ্যে ৩৯জন মারা গেছে, মৃত্যুর হার ৫১ শতাংশ। এই ভাইরাসটি মানুষের ঘনবসতি এলাকায়, কাছাকাছি সংস্পর্শ, হাচি কাশি ইত্যাদির মাধ্যমে ছড়ায়। রোগের প্রধান লক্ষন হচ্ছে ৭-৮ দিনের জর, কাশি, কফ, শ্বাসকষ্ট।

ভ্রমনকালীন সময়ে কিংবা ফিরে এসে দুই সপ্তাহের মধ্যে এই উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন। হজ্জের সময়ে প্রচুর মানুষ একসাথে থাকবে তাই এই রোগের সংক্রমন হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সৌদি সরকার এবারের হজ্জ্বযাত্রীদের মধ্যে যাদেরঃ *বয়স ৬৫ এর বেশি, *বয়স ১২ এর কম *গর্ভবতী মহিলা *ক্রনিক ডিজিজ এর রোগী (যেমন হাপানি, কিডনি ফেইলিউর, হৃদরোগ, ডায়াবেটিস) *দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা *ক্যান্সার আক্রান্ত রোগী এই ক্যটেগরীর মানুষদের এবারের হজ্জ্বযাত্রা বিরতি দিতে অনুরোধ করেছে। মার্স করোনা ভাইরাসে এইসব মানুষেরাই বেশি আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশ থেকে যারা হজ্জ্বে যাচ্ছে তাদের অনেকেই স্বাস্থ্য পরীক্ষায় এইসব রোগ থাকা সত্ত্বেও রোগ লুকাচ্ছেন।

তাদের জন্য বিশেষভাবে সতর্ক হওয়া প্রয়োজন। এই রোগের সংরকমন থেকে রক্ষা পেতে যা যা করতে পারেনঃ * সব সময় মাস্ক ব্যাবহার করুন * বার বার সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার (অ্যালকোহল সমৃদ্ধ) দিয়ে হাত ধুয়ে নিন। * হাত দিয়ে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না কারন জীবানু হাত থেকে নাক মুখ চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। * অসুস্থ রোগীর খুব কাছে বেশিক্ষন থাকা পরিহার করুন * রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিতসকের পরামর্শ নিন। সৌজন্যেঃ ফায়ারওয়ার্ক্স বাংলাদেশ
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.