আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই মিলে কপিপেষ্ট এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

http://www.facebook.com/Kobitar.Khata

আসুন সবাই মিলে কপিপেষ্ট দিয়ে কপিপেষ্ট এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। কপি পেষ্টের বিরুদ্ধে এতজনে এত প্রতিবাদ করলাম, এত অভিযোগ জানালাম কিন্তু কোন লাভ হলো না। তাদের কপিপেষ্ট চলছেই। তারমানে কপি পেষ্ট কোন পাপ না। আমরা সবাই কপি পেষ্ট করতে পারি যেহেতু সামুর নীতিমালা লঙ্ঘিত হচ্ছে না।

সামুর নীতিমালা পরিবর্তন করে কপিপেষ্ট বন্ধ করা কোন ব্যাপারই না। অনেকেই হয়ত কপি পেষ্ট এর পক্ষে অবস্থান নেবেন। বলবে মাঝে মাঝে প্রয়োজন আছে আমি তা মানি। কিন্তু আমার অভিযোগ তাদের বিরুদ্ধে যারা সরাসরি কপি পেষ্ট করে এবং শুধু কপিপেষ্টই করে। যেমন এহসানুল হক জসীম (১) সবাই আসুন না, একদিন সবাই মিলে কপিপেষ্ট করে কপিপেষ্ট এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

শুধু কপিপেষ্ট দিয়ে ব্লগটিকে ভরিয়ে তুলি। তাহলে যদি মডারেটর মহোদয়ের বোধহয় হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.