আমাদের কথা খুঁজে নিন

   

আমি চিকন মানুষ, আমি পারুম ঢুকতে... আমারে ঢুকতে দেন ......

এর নাম মনুষত্ব ! ------------------- সেনাবাহিনীর একজন সিপাহী ৫ জনকে উদ্ধার করে ভিতরে থাকা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়েন, বের হয়ে আসছেন এমন সময় তার হাত চেপে ধরে একজন মানুষ '' ভাই আমাকে বাচান'' , সিপাহীটি নিজেই পারছিলেননা শ্বাস নিতে, ''আপু আমাকে মাফ করেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমি আবার আসতেসি'' সিপাহীটিকে সুস্থ করার সব পদক্ষেপ নিতে থাকেন ডাক্তার ও ইন্টার্নরা, অচেতন থেকেই প্রলাপ বকতে থাকে সে '' আমি কথা দিয়ে আসছি ওই আপুকে; আমাকে ছড়েন আপনারা'' তার অবস্থা বেগতিক থাকায় তাকে ডাক্তাররা অনেক বুঝিয়ে দমিয়ে রাখেন। একজন লোককে উদ্ধার করে আনতে না আনতেই সে স্ট্রেচার থেকে লাফ দিয়ে পড়ে বলে ওঠে ''আমি ছাড়া আরো দুইজন ওইখানে আটকা আছে, জায়গাটা আমি ছাড়া কেউ চিনবো না, আমারে একবার যাইতে দেন, তারা বাইচা আছে আমি চিকন মানুষ, আমি পারুম ঢুকতে... আমার ঢুকতে দেন ......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.