আমাদের কথা খুঁজে নিন

   

কে ক্র্যাফ্‌ট-এর সামার ফেস্ট

‘সামার ফেস্ট ২০১৩’ নামের এই প্রদর্শনী চলছে কে ক্র্যাফ্‌টের প্রতিটি শো-রুমে।
গরমে আরামে পরার মতো তৈরি পোশাকের এই সম্ভারে উপাদান হিসেবে প্রাধান্য পেয়েছে হাতে বোনা সুতি কাপড়, বেক্সি আদ্দিভয়েল ও এন্ডি।
রং হিসেবে ব্যবহৃত হয়েছে গোলাপি, আকাশি, সাদা, পেস্ট, লেমন, পিচ, হালকা বেগুনি ও কোড়া।
এই সময়ে ফোটে এমন ফুলের নকশা, প্রজাপতি এবং কাঁচাপাকা ধানি রংয়ের কিছু পোশাক ডিজাইন করা হয়েছে। প্রকৃতির সবুজ রং-কে বিভিন্ন শেডে বিভিন্ন মিডিয়ায় ব্যবহার করা হয়েছে।


নিজস্ব বুনন নকশায় ডবি ও জ্যাকার্ড কাপড়, ভয়েল, আদ্দি, টুটোন, কোটা ও ইয়ার্ন ডায়েড এন্ডি, ডায়েড এন্ডি উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে।
ভ্যালু এডিশনে থাকছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, টাইডাই, হাতের কাজ ও মেশিন ইম্ব্রয়ডারি। অলঙ্করণে পরিচ্ছন্নতা, রংয়ের ব্যবহারে পরিমিতি বোধ, কাট ও প্যাটার্নে আরামদায়ক ও পরনে স্বস্তিকে নিশ্চিত করা হয়েছে এবারের কালেকশনে।
শাড়ি, সালোয়ার কামিজ, মেয়েদের টপসের পাশাপাশি ছেলেদের ফতুয়া, টি-শার্ট, শর্ট পাঞ্জাবির নতুন ডিজাইন এসেছে। শিশুদের পোশাকে থাকছে ফ্রক, টপস, ফতুয়া, টি-শার্ট।

ছেলেদের হাফ শার্ট ও ফর্মাল শার্টে থাকছে নানা মাধ্যমের কাজ।
তেমনি সালোয়ার-কামিজে নতুন নতুন ডিজাইনের উপস্থাপনা ক্রেতাদের দিবে বৈচিত্র্যের স্বাদ।    
বনানী, নিউ বেইলি রোড, ধানমন্ডি, সোবহানবাগ, মৌচাক, মিরপুর, দেশীদশ বসুন্ধরা সিটি, হাশিম টাওয়ার তেজগাও-গুলশান লিংক রোড, উত্তরা টাওয়ার, আজিজ সুপার মার্কেট ও চট্টগ্রামের দেশীদশে রয়েছে তাদের বিক্রয় কেন্দ্র।
ছবি: সৌজন্যে কে ক্র্যাফট

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.